সাফ অনূর্ধ্ব-১৫ পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রæপে খেলবে বাংলাদেশ। গ্রæপের অন্য দলগুলো হলো- নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান। টুর্নামেন্টের ‘বি’ গ্রæপে থাকছে- ভারত, ভুটান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের গ্রæপ নির্ধারনের জন্য গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ড্র অনুষ্ঠিত হয়। এতে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও ভুটান ফুটবল ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক বিন্দু দর্জি। আগামী ২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। গ্রæপ পর্বে উদ্বোধনী দিনে মালদ্বীপ, ২৭ অক্টোবর পাকিস্তান এবং ২৯ অক্টোবর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১ নভেম্বর দু’টি সেমিফাইনাল এবং ৩ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন