রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে চন্দ্রকলা থিয়েটারের নাটক তন্ত্র মন্ত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

গঙ্গা-যমুনা নাট্যৎসবের উদ্বোধনী দিনে চন্দ্রকলা থিয়েটার মঞ্চায়ন করবে তাদের জনপ্রিয় হাসির নাটক ‘তন্ত্র মন্ত্র’। নাটকটির রচনা ও নির্দেশনা এইচ আর অনিক। আগামী ৫ অক্টোবর সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হবে। উল্লেখ্য, ভারতের আন্তর্জাতিক নাট্যৎসবে চন্দ্রকলা থিয়েটারের তন্ত্র মন্ত্র নাটকটি সফলভাবে মঞ্চায়ন করেছিল। নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে একটি হাসপাতালকে কেন্দ্র করে। একটি হাসপাতালে কিছু গরিব রোগী নানা সমস্যা নিয়ে ভর্তি হয়। কিছু অসাধু ডাক্তার ভুল চিকিৎসা প্রয়োগ করে তাদের উপর। ফলশ্রুতিতে নানা সমস্যার সম্মুখী হয় রোগীরা। নাটকটিতে অভিনয় করেছেন – মাহমুদুল হাসান মাসুম, মোঃ ইব্রাহিম হাসান, এস এম অঙ্গন, লিপি রানি মিত্র, নিশি, আপন, আনিসুর রহমান, সৈকত ও এইচ আর অনিক। নাট্যকার নির্দেশক এইচ আর অনিক বলেন, গঙ্গা-যমুনা নাট্যৎসবের উদ্বোধনী দিনে চন্দ্রকলা থিয়েটারের জনপ্রিয় হাসির নাটক ‘তন্ত্র মন্ত্র’ মঞ্চায়ন করবে এটা খুবই আনন্দের। আমি ধন্যবাদ জানাই গঙ্গা-যমুনা নাট্যৎসবের আহবায়ক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি গোলাম কুদ্দুছকে। চারদিকের সামাজিক নানান সমস্যায় জর্জরিত মানুষ। আমি বিশ্বাস করি, নাটকটি খানিক সময়ের জন্য হলেও বিনোদিত করবে আগত দর্শকদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন