রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দুই দশক পরে মঞ্চে নাট্য সম্প্রদায়ের গ্যালিলিও

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

প্রায় তিন দশক আগে নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চে এনেছিল নাটক ‘গ্যালিলিও’। এরপর নিয়মিত মঞ্চায়নে দর্শকপ্রিয়তা অর্জন করে নাটকটি। প্রায় ২০ বছর ধরে নাটকটির প্রদর্শনী বন্ধ রয়েছে। এবার দুই দশক বিরতির পর নাটকটি আবারও মঞ্চে আসছে। ৩০ বছর আগে নাটকটি নির্দেশনা দিয়েছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। এবার নবরূপে নাটকটির নির্দেশনা দিচ্ছেন পান্থ শাহরিয়ার। আগামী ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণির (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নবরূপে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। পান্থ শাহরিয়ার বলেন, এর আগে আড়াই ঘণ্টা ব্যাপ্তির ছিল নাটকটি, এবার দেড় ঘণ্টা করা হচ্ছে। নাটকটিতে অভিনয় করবেন আলী যাকের, আসাদুজ্জামান নূর, কাওসার চৌধুরী, ফারুক আহমেদসহ অনেকে। নাটকের আন্দ্রেয়া চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মরহুম অভিনেতা খালেদ খান। এবার আন্দ্রেয়া চরিত্রটিতে অভিনয় করবেন পান্থ শাহরিয়ার। পান্থ শাহরিয়ার বলেন, বেশ কিছু চরিত্রে দলের অনেক নবীন সদস্য অভিনয় করবেন। সেই সঙ্গে পুরনোরাও থাকবেন। আশা করছি, সব মিলিয়ে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে নাটকটি। নাগরিক নাট্য সম্প্রদায় সূত্রে জানা গেছে, এখন থেকে টিকিটের বিনিময়ে এই নাটকটির নিয়মিত প্রদর্শনী হবে। ব্রেটল ব্রেখটের দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি অবলম্বনে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত এই নাটকটির বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন