নাটোরে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল নাটোর প্রেসক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধা সন্তান ‘প্রতিবাদী’ সংগঠনের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আমরা মুক্তিযোদ্ধা সন্তান ‘প্রতিবাদী’ সংগঠনের সভাপতি শাহা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নঈম উদ্দিন, সাবেক উপজেলা কমান্ডার তথ্য ও প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মো. ইফসুফ, বীর মুক্তিযোদ্ধা ডা. ইসাহাক, বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল হক, আমরা মুক্তিযোদ্ধা সন্তান ‘প্রতিবাদী’ সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহিন ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. মাসুদ রানাসহ আমরা মুক্তিযোদ্ধা সন্তান ’প্রতিবাদী’ সংগঠনের সদস্যবৃন্দ। বক্তারা সরকারি চাকরিতে সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের শতকরা ৩০ ভাগ কোটা পুনর্বহাল করার এবং মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দানের দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন