শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গণতান্ত্রিক সংস্কৃতির প্রসারে বিতর্ক অনন্য ভূমিকা পালন করছে - হাসান আহমেদ চৌধুরী কিরণ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বিতর্ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ার


তরুণরা আগামীর ভবিষ্যত। তাদের উপরেই নির্ভর করে আগামীর বাংলাদেশ। তাই তরুণদের প্রতি সমাজ, রাষ্ট্র, সরকার সহ সকলের যত্নবান হওয়া উচিত। যে রাজনৈতিক দলগুলো সংসদে রয়েছে আর যারা সংসদের বাহিরে রয়েছে, তাদের প্রত্যেকেরই তরুণদের আগামীর ভবিষ্যতের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সম্প্রতি রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে প্রথমবারের মত আয়োজিত এক বিতর্ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব বলেন। কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন এবং কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক মজিবুর রহমান মিয়া। অন্যান্যর মধ্যে অতিথি ছিলেন লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষক কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মাসুমা ফেরদৌসি এবং বিতর্ক ক্লাবের আহবায়ক অধ্যাপক ড. ফেরদৌস আরা খানম। প্রধান অতিথি হাসান আহমেদ চৌধুরী কিরণ আরো বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ আমাদের সকলের প্রত্যাশিত। আর এ সৃজনশীল সমাজ বিনির্মানে সহায়তা প্রদান, সামাজিক সংলাপে উৎসাহিতকরণ, সহিংসতা ও জঙ্গীবাদ দূরীকরণ এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রসারে বিতর্ক এক অনন্য ভুমিকা পালন করছে । যুক্তির আলোয় আলোকিত হবে আমাদের আগামী প্রজন্ম, সৃষ্টিশীল এক নতুন পৃথিবীকে গড়তে মেধা ও মননের বিকাশ ঘটিয়ে আজকের তরুণ-তরুণীরা এগিয়ে যাবে-এটিই এখন সবার প্রত্যাশা বলে জনাব কিরণ উল্লেখ করেন। লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো: রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিতর্ক সমাজ দর্পনের হাতিয়ার, তরুণ সমাজকে আমরা যতবেশি বিতর্কের মত সাংস্কৃতিক কর্মকান্ডে সংযুক্ত রাখব ততই আমাদের মঙ্গল। তিনি নতুন এই লালমাটিয়া মহিলা কলেজ বিতর্ক ক্লাবকে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস দেন। ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন তার বক্তব্যে একটি যুকিতমনস্ক সমাজ বিনির্মানে বিতর্কের গুরুত্বের কথা উল্লেখ করে সবসময় নতুন এই ক্লাবকে সহযোগিতা দিবেন বলে আশ্বাস দেন। প্রথমবারের মত আয়োজিত দিনব্যাপী বিতর্ক কর্মশালায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বিতর্কের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্বনামধন্য বিতার্কিক জাকারিয়া পলাশ ও নাজমুন্নাহারতন্বী। উদ্বোধনী অনুষ্ঠানে লালমাটিয়া মহিলা কলেজের বিতর্ক ক্লাবকে সহযোগিতা করতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে কলেজের আগ্রহী শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশের সেরা কয়েকজন বিতার্কিক উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন