শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কিরণ চন্দ্র রায়ের একক সংগীতানুষ্ঠান

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইংরেজি বছর ২০১৬কে বিদায় জানানো জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর ৩১শে ডিসেম্বর শনিবার জাদুঘরের প্রধান মিলনায়তনে একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সমসাময়িক লোকসঙ্গীতের অন্যতম শিল্পী কিরণ চন্দ্র রায়। তিনি একাধারে বাংলার লোক, বাউল, কীর্তন, পালা, বিচ্ছেদ ও পদাবলী গেয়ে ইন্দ্রজালের অভিনব মায়া তৈরি করেন। শিল্পী তার পরিবেশনায় মধ্যে অভিনন্দন জানান, বাংলাদেশ জাতীয় জাদুঘরকে। তিনি বলেন, ইংরেজি বছরকে বিদায় জানানোর জন্য অভিজাত এলাকায় অপসংস্কৃতির চর্চার যে প্রতিযোগিতার মাঝে বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলার নিজস্ব সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এক ভিন্ন প্রয়াস সূচনা করল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন