বলা হয় শাকিবের আজকের অবস্থানের মূল কারিগর হলেন পরিচালক এফ আই মানিক। চলচ্চিত্রে যখন অশ্লীলতার যুগ চলছিল তখন এফ আই মানিক শাকিব ও অপু বিশ্বাসকে জুটি করে নির্মাণ করেছিলেন কাটি টাকার কাবিন সিনেমাটি। এ সিনেমাটি চলচ্চিত্রে অশ্লীলতার যুগের অবসানে যেমন ভূমিকা রেখেছিল, তেমনি শাকিব ও অপু বিশ্বাস জুটিও প্রতিষ্ঠিত হয়েছিল। শাকিব চলে আসেন লাইম লাইটে। তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর শাকিবকে নিয়ে মানিক সিনেমা নির্মাণ করলেও এক সময় তিনি আড়ালে চলে যান। দীর্ঘ বিরতির পর আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। মানিক বলেন, আসলে গল্পের অভাবে এখন চলচ্চিত্র নির্মাণ করছি না। একটি গল্প পছন্দ হয়েছে, এখন সেই গল্পটা নিয়ে কাজ করছি। আশা করি, চলতি মাসেই গল্পের কাজ শেষ করতে পারব। মানিক বলেন, যেসব গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তা দর্শকের পছন্দ করার কথা না। আর শুধু গল্প হলেই হবে না। দর্শক যেমন মৌলিক গল্পের সিনেমা দেখতে চায়, তেমনি মৌলিক নির্মাণশৈলীও দেখতে চায়। এখন ঘরে বসে বিশ্বের সব সিনেমা দর্শক দেখতে পায়। কোনো দেশের নকল সিনেমা তারা কেন দেখবে? তবে আমি কাজ করতে গিয়ে গল্পের অভাব বোধ করছি। আমাদের দেশে গল্পের সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, পরিচালকের কাজ হচ্ছে পরিচালনা করা। গল্পকারের কাজ গল্প নিয়ে ভাবা। পরিচালক নির্মাণ করার সময় নিজের মুন্সিয়ানা দেখাবেন। নিজের গল্প নিয়েও একজন পরিচালক কাজ করতে পারেন তবে গল্প নিজেরই হতে হবে এমন কোনো বিষয় নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন