শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাকিবের বাসায় যাচ্ছেন অপু বিশ্বাস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

চিত্রনায়ক শাকিব খানের বাসায় নিয়মিত যাতায়াত করছেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি শাকিব ও অপু বিশ্বাস আবারও একসঙ্গে হচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে খুঁজতে গণমাধ্যমকে শাকিব খান বলেছেন, আব্রাম খান জয়ের বাবা যেমন আমি, তেমনি মা অপু বিশ্বাস। বাবা হিসেবে সন্তানের সঙ্গে আমার দেখা হয়। জয় মাঝেমধ্যে আমার সঙ্গে থাকে। ওর দাদা-দাদির সঙ্গে থাকে। জয় যেহেতু ছোট, একা আসতে পারে না, তাই জয়কে নিয়ে তার মা আসে। তবে আমাদের মধ্যে সন্তানের বাইরে আর কোনো কথা হয় না। জয়ের স্কুলেও আমাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। শাকিব জোর দিয়ে বলেছেন, অপু ও বুবলীর সঙ্গে কোনো অবস্থায় স¤পর্ক আর জোড়া লাগার সম্ভাবনা নেই। এদিকে জানা যায়, অপু বিশ্বাস ও আব্রাম খান জয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। তারা শিঘ্রই যুক্তরাষ্ট্র ভ্রমণে যাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shahin Ferdous ২৭ নভেম্বর, ২০২২, ৮:৪৪ এএম says : 0
বস্তির ছেলে নায়ক হলে তার নৈতিকতা কেমন হতে পারে জনগণ এটা থেকে বুঝতে পারে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন