রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমি কখনও চলচ্চিত্র জগত থেকে বিদায় নেইনি -জাভেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ইবনে মিজান পরিচালিত নিশান সিনেমায় কালে খাঁ চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকা অভিনেতা জাভেদ দীর্ঘ ৩ বছর পর ক্যামেরার সামনে ফিরে এসেছেন। স¤প্রতি দেওয়ান নাজমুল পরিচালিত হাজার পর্বের টিভি ধারাবাহিক নাটক সুয়োরাণী দুয়োরাণীতে বাদশাহ নাজিম-উল-দৌলা চরিত্রে অভিনয় করেছেন। জাভেদ অভিনীত সর্বশেষ সিনেমা মাতা পিতা সন্তান ২০১৬ সালে মুক্তি পায়। দেওয়ান নাজমুল বলেছেন, জাভেদ ভাইকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। জাভেদ বলেন, আমি কখনও চলচ্চিত্র জগত থেকে বিদায় নেইনি। যখন যে ডাকে তখন তার ডাকেই সাড়া দেই। ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে নতুনভাবে কিছু অনুভব করছি না। কারণ সারাজীবন ক্যামেরার সামনেই কেটেছে। সুয়োরাণী দুয়োরাণী নাটকে কাজ করে বেশ আনন্দ পেয়েছি। আমি এ পর্যন্ত একদিনই কাজ করেছি। ভালো লাগছিল তাই রাত গভীর পর্যন্ত কাজ করেছি। দেওয়ান নাজমুল বলেন, জাভেদ একজন দক্ষ অভিনেতা। তিনি কাজও করতে চান। কিন্তু তাকে কেন যে আড়াল করে রাখা হয়েছে বুঝতে পারছি না। উল্লেখ্য, জাভেদ ঢাকার চলচ্চিত্রের প্রায় শুরুর পর্যায় থেকেই যুক্ত আছেন। এদেশের চলচ্চিত্রে নাচ যুক্ত করেন জাভেদ। শুধু নাচই যুক্ত করেননি পায়েল সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেন। তারপর অসংখ্য চলচ্চিত্রে তিনি দাপটের সাথে অভিনয় করেন। তাকে নিয়ে সিনেমা নির্মাণ করতেন ইবনে মিজানসহ কয়েকজন সামাজিক ও ফ্যান্টাসি সিনেমার নির্মাতা। তবে তাকে নিয়ে বেশি সিনেমা বানাতেন এহতেশাম ও মুস্তাফিজ। রহমানের সিনেমায়ও তিনি কাজ করেছেন। এই নির্মাতাদের কেউ আজ আর বেঁচে নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন