সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:৫০ পিএম


প্রশ্ন: মুসাফিরের জন্যে কোন কোন আহকাম পরিবর্তন হয়?
উঃ ১. চার রাকাত বিশিষ্ট ফরয নামায দুই রাকাত পড়তে হবে। এবং সুন্নত নামাযের হুকুম শিথিল হয়ে যাবে। তবে পড়লে পূর্ণভাবেই পড়তে হবে।
২. রোজা না রেখে পরবর্তীতে আদায় করা যাবে।
৩. মোজার ওপর মাসেহ করার মেয়াদ একদিনের স্থলে তিনদিন হবে।
৪. জুমআ, ঈদের নামায এবং কোরবানী ওয়াজিব থাকবে না ইত্যাদি
প্রশ্ন: মুসাফিরের ওপর রুখসত (শিথিলতা) এর হুকুম কখন থেকে কখন পর্যন্ত কার্যকর থাকে?
উঃ মুসাফির নিজ এলাকার সীমা ছেড়ে আসার পর থেকে নিয়ে পুনরায় নিজ এলাকায় ফিরে আসা পর্যন্ত তার হুজুম কার্যকর থাকে।
প্রশ্ন: নিজ অবস্থানকে ফিকহের ভাষায় ওয়াতন বলে। এই ওয়াতন কয় প্রকার?
উঃ দুই প্রকার: ১. ওয়াতনে আসলী এবং ২. ওয়াতনে ইকামত। ওয়াতনে আসলী বলে যেখানে লোকটি পরিবার-পরিজন নিয়ে বসবাস করে। ওয়াতনে ইকামত বলে যেখানে অন্তত ১৫ দিন বসবাস করার নিয়তে কোনো লোক অবস্থান করে।
প্রশ্ন: এক লোক ওয়াতনে আসলী ছেড়ে নতুন স্থানে বসবাস শুরু করলে কোনটা তার ওয়াতনে আসলী হবে?
উঃ যদি প্রথম আসাব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে নতুন আবাসস্থলেই হবে ওয়াতনে আসলী। আর প্রথম আবাসস্থলের সাথে সম্পর্ক থাকলে, জমি-জামা বাড়ীঘর এবং যাওয়া আসা থাকলে, উভয় ওয়াতনই ওয়াতনে আসলীর হুজুম বহন করবে। তাই দু-একদিনের জন্য বেড়াতে গেলেও মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে না।
প্রশ্ন: এক লোক কোনো স্থানে ১৫ দিন অবস্থানের নিয়ত করেনি, তাবে এরূপ নিয়ত করেছে যে, সে অমুক দলের সঙ্গে বাড়ী যাবে কিংবা অমুক গাড়ী বা জাহাজে যাবে যে দল বা জাহাজের যাত্রার তারিখ ১৫ দিন পর। এটা সে জানে; এমতাবস্থায় সে মুসাফির না মুকীম?
উঃ সে মুকীমের হুকুম পালন করবে।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন