রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মোহামেডানকে গুড়িয়ে শুরু বসুন্ধরা কিংসের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

এবারের ফুটবল মৌসুম শুরুর আগ থেকেই বেশ কিছু বিদেশীদের আসার খবর আলোড়ন তুলেছিল বাংলাদেশের সংবাদমাধ্যমে। যার মধ্যে একটি নাম ছিল বিশ্বকাপ মাতানো কোস্টারিকার ডেনিয়েল কলিনদ্রেস সোলেরা। ঢাকার মাঠে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন রাশিয়া বিশ্বকাপে খেলা এই ফুটবলার। আর তাতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলে উড়িয়ে পেশাদার ফুটবলে উড়ন্ত যাত্রা শুরু করল বসুন্ধরা কিংস। নবাগত দলটির হয়ে একটি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেনও। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

তবে মাঠের চিত্রটা পুরোপুরি বোঝাবে না ম্যাচের স্কোরে। অপেক্ষাকৃত কম বাজেটের দল মোহামেডান দু’-দু’বার এগিয়ে গিয়েও মাঠ ছেড়েছে বড় ব্যবধানে হেরে। ৭৭ মিনিটে মোাহমেডানের ফরোয়ার্ড তকলিস অহেতুক লালকার্ড খেয়ে দলের সর্বনাশ ডেকে এনেছেন। তখন স্কোর ছিল ২-২। ১০ জনের দলে পরিণত হওয়ার পর মোহামেডান হজম করেছে আরো ৩ গোল।

ম্যাচের সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও তালগোল পাকিয়ে সুযোগ নষ্ট করেন এই কোস্টা রিকান ফরোয়ার্ড। উল্টো অষ্টাদশ মিনিটে ল্যান্ডিং ডারবোর গোলে এগিয়ে যায় মোহামেডান। বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে কিংসলে চিগোজির বাড়ানো বল এক ডিফেন্ডারের পায়ে লাগার পর পেয়ে যান দূরের পোস্টে থাকা ডারবো। ফাঁকা পোস্টে সহজেই সুযোগ কাজে লাগান গাম্বিয়ার এই মিডফিল্ডার। তিন মিনিট পর পোস্টের বাধায় সমতায় ফেরা হয়নি বসুন্ধরার। ডি-বক্সের একটু ওপর থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস সিলভার নেওয়া ছোট ফ্রি কিক সোলেরা থামিয়ে দেওয়ার পর সিলভার শট দূরের পোস্টে লেগে ফিরে।

২৮তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমকে ডি বক্সের মধ্যে মিন্টু শেখ ফাউল করলে পেনাল্টি পায় বসুন্ধরা। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান সোলেরা। প্রথমার্ধের শেষ দিকে সোলেরার বাড়ানো বল ধরে একা গোলরক্ষক আহসান হাবিব বিপুর গায়ে মেরে সুযোগ নষ্ট করেন সিলভা। ৬৬তম মিনিটে চিগোজিকে ডি-বক্সের মধ্যে মিতুল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডারবোর লক্ষ্যভেদে এগিয়ে যায় মোহামেডান। পাঁচ মিনিট পর স্পেনের হোর্হে গতোর ব্লাসের জোরালো শটে সমতায় ফেরে বসুন্ধরা। একটু পর তকলিস আহমেদ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় মোহামেডান। এরপর খেই হারিয়ে ফেলে দলটি। ৭৮তম মিনিটে ইব্রাহিমের আড়াআড়ি পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে বসুন্ধরাকে এগিয়ে নেন মতিন মিয়া।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুই গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা। সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে একা পেয়েও নিজে শট না নিয়ে সিলভাকে দিয়ে গোল করান সোলেরা। এরপর মোহামেডানের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

কেবল ম্যাচই হারেনি মোহামেডান। তাদের জন্য আরো দু:সংবাদ দুর্দান্ত খেলা গোলরক্ষক আহসান হাবিব বিপু গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন ৫৪ মিনিটে। নিজেদের ডিফেন্ডার জহিরুলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে তাকে মাঠ থেকে যেতে হয় হাসপাতালে। দলের সিনিয়র খেলোয়াড় জাহিদ হাসান এমিলি জানিয়েছেন, বিপুর হাত ভেঙ্গে গেছে।

একই ভেন্যুতে একই গ্রুপের দিনের অপর ম্যাচে দুই ফরোয়ার্ড সলোমন কিং ও শাখাওয়াত হোসেন রনির গোলে শুভসূচনা করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবও। নবাগত দল নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারায় অভিজাত পাড়ার দলটি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের রানার্সআপ হয়ে ফেডারেশন কাপ খেলতে আসা নোফেলের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা।

মোহামেডান ২-৫ বসুন্ধরা কিংস
শেখ জামাল ২-১ নোফেল স্পোর্টিং

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন