শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বার্সেলোনায় এশিয়া চলচ্চিত্র উৎসবে কালের পুতুল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘কালের পুতুল’ প্রদর্শিত হবে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য ‘৬ষ্ঠ এশিয়া চলচ্চিত্র উৎসবে’। উৎসবে ‘ডিসকভারিস’ বিভাগে দেখানো হবে চলচ্চিত্রটি। রহস্য ঘেরা গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি চলতি বছরের মার্চে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আকা রেজা গালিব এটি পরিচালনা করেন। এর কাহিনী ও চিত্রনাট্য করেছেন নাসিফুল ওয়ালিদ। অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সাহা, জান্নাতুন নূর মুন, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের। উৎসবে অংশগ্রহণের জন্য বিশটি দেশের প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিলো। সেখান থেকে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া একশো সিনেমা মনোনীত হয়েছে। উৎসব শেষ হবে ১১ নভেম্বর। অফিশিয়াল, প্যানারোমা, নেটপ্যাক, ডিসকভারিস, স্পেশাল, কম্পিটিশন এবং রেট্রোস্পেকটিভ ক্যাটাগরিতে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এ বছর ‘রেট্রোস্পেকটিভ বিভাগ’টি উৎসর্গ করা হয়েছে চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণপাম’ জয়ী জাপানি চলচ্চিত্র ‘শপলিফটারস’ নির্মাতা হিরোকাজু কোরি-এদারকে। উৎসবে বাংলাদেশ থেকে আরো দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। একটি আরেফিন খানের ‘ভুবন মাঝি’, অন্যটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। এ দুটি চলচ্চিত্র দেখানো হবে স্পেশাল ও নেটপ্যাক ক্যাটগরিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন