রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক জায়গীর মাস্টার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘জায়গীর মাস্টার’। এস এ হক অলিক-এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হচ্ছে বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সালাহ্উদ্দিন লাভলু, অপূর্ব, ভাবনা, মৌসুমী হামিদ, শার্মিলী আহমেদ, দিলারা জামান, সূচনা আজাদ, আকাশ আহমেদ প্রমুখ। মেহেরপুর গ্রামের প্রতাভশালি ও প্রভাবশালি পরিবার মোল্লা পরিবার। সেই পরিবারের কর্তা আজগর মোল্লা। তার দুই কন্যা। আলতা বানু ও মালকা বানু। স্ত্রী খুনশুটি বেগম। অর্থ-বিত্ত, প্রভাব, প্রতিপত্তির কোন অভাব নেই এই পরিবারে। আলতা বানু এস.এস.সি পরীক্ষায় তিনবার ফেল করায় গ্রাম জুড়ে হাসি ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায়। তাই পাস করার আপ্রাণ চেষ্টায় সে বিভোর। মাঝে মাঝে তার কাছে আসে উড়ো চিঠি। চিঠিতে লেখা থাকে ভালোবাসার নানা কথা। শত চেষ্টা করেও আলতা বানু খুঁজে পায় না চিঠিগুলো তাকে কে লিখে। অন্যদিকে মালকা বানু এবার প্রথমবারের মতো এস.এস.সি পরীক্ষা দিবে। সারাদিন লেখা পড়ার চাইতে মোবাইলে ফেইসবুক আর ইউটিউব নিয়েই ব্যস্ত থাকে। বাবা মা প্রশ্ন করলে উত্তর দেয় এটা আধুনিক যুগ তাই মোবাইলের মাধ্যমেই আধুনিক প্রক্রিয়ায় পড়ালেখা করছে সে। বাবা মা আনন্দিত হয়। কিন্তু মালকা বানু লেখা পড়া বাদ দিয়ে ফেইসবুকের মাধ্যমে বিভিন্ন ছেলেদের সাথে প্রেম করে বেড়ায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন