সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক ইলিয়াস কাঞ্চন ও রুবাইয়াত হোসেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগান নিয়ে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে ৬০ দেশের দুই শতাধিক চলচ্চিত্র দেখানো হবে। এরমধ্যে ৮টি বিভাগে প্রতিযোগিতা হবে। এগুলো হলো রেট্রো¯েপকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, ¯িপরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশন। এতে ভিন্ন দুটি বিভাগে বিচারক হিসেবে দেখা যাবে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নির্মাতা রুবাইয়াত হোসেনকে। ইলিয়াস কাঞ্চন বলেন, তিন বছর আগে এ উৎসবে বিচারক হিসেবে কাজ করেছিলাম। মাঝের সময়টাতে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকায় তা আর করা হয়নি। এবার আবারও যুক্ত হলাম। আমি এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরি হিসেবে আছি। অন্যদিকে রুবাইয়াত হোসেন উইমেন্স ফিল্ম সেকশনের জুরি বোর্ডে আছেন। জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, স্টার সিনেপ্লেক্সসহ মোট ৫টি স্থানে সিনেমা প্রদর্শিত হবে। ৯ দিনের এই উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন