শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংরেজি নববর্ষ সংখ্যা

বর্ষপঞ্জি-২০১৮ আন্তর্জাতিক

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

জানুয়ারি
০১ : সন্ত্রাস দমনে ব্যর্থ হওয়া পাকিস্তানে সাহায্য বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রথমবারের মতো ভ্যাট চালু করে সউদী আরব ও আরব আমীরাত।
০২ : ইসরাইলের সাথে ৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র তৈরির চুক্তি বাতিল করে ভারত।
পুরো জেরুজালেমে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরাইলি পার্লামেন্ট ‘নেস্ট’-এ একটি সংশোধিত বিল পাস।
০৩ : প্রায় দুই বছর বন্ধ থাকার পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে টেলিফোন হটলাইন (সরকারী পর্যায়ে সরাসরি সংযোগ) চালু।
দেশের সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী।
০৪ : প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিনস্কির ‘বিতর্কিত ক্ষমা’য় মুক্তিলাভ করেন মানবাধিকার লঙ্ঘনের দায়ে কারাভোগকারী পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি। অর্থ সহায়তা বন্ধের পর পাকিস্তানে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
০৫ : মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে হামলা চালায় বিদ্রোহী সংগঠন আরাকান সালভেশন আর্মি আরসা।
০৬ : পশুখাদ্য ক্রয়ে দুর্নীতির দায়ে ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদন্ড দেয় আদালত।
০৭ : প্রাথমিক স্কুলগুলোতে ইংরেজি শিক্ষা নিষিদ্ধ করে ইরান। প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দেন ৯২ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
০৮ : তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যান ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
০৯ : দুই বছর পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকার ‘যুদ্ধবিরতি গ্রাম’ পানমুনজমে দুই পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত। ভুটানকে বাইরে রেখে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে বিবিআইএন চুক্তি স্বাক্ষরিত।
১০ : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করে মিয়ানমার সেনাবাহিনী।
১১ : সউদী আরবে ট্যাক্সিচালক হিসেবে সউদী নারীদের নিয়োগ প্রক্রিয়া শুরু।
১২ : সউদী আরবের নারীরা প্রথম বারের মতো মাঠে বসে ফুটবল খেলা উপভোগ করে।
১৩ : ইরানের রাজধানী তেহরানে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির ৫ দিনব্যাপী ১৩তম সংসদীয় ইউনিয়নের সম্মেলন শুরু।
হলে গিয়ে সিনেমা দেখার ওপর টানা ৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে নেয় সউদী আরব।
১৪ : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৬ দিনের সফরে ভারতে পৌঁছেন।
১৫ : ইসরাইলকে রাষ্ট্র হিসেবে দেয়া স্বীকৃতি এবং ১৯৯৩ সালের অসলো শান্তি চুক্তি স্থগিত করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও-এর কেন্দ্রীয় কাউন্সিল। সাইবার নিরাপত্তাসহ ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে চুক্তি স্বাক্ষর করে ভারত ও ইসরাইল।
১৬ : সিঙ্গাপুর ও মালয়েশিয়া র‌্যাপিড ট্রানজিট সিস্টেম লিঙ্কের (আরটিএস) বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করে।
১৭ : ব্রিটিশ প্রধানন্ত্রী থেরেসা মে নাগরিকদের একাকিত্ব দূর করতে ‘নিংসঙ্গ মন্ত্রণালয়’ খোলেন।
১৮ : দুর্দশাগ্রস্থ ফিলিস্তিনিদের জন্য প্রতিশ্রুত খাদ্য সহায়তা বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
১৯ : মার্কিন সিনেটে সরকারের বাজেট বাড়ানো সংক্রান্ত বিল প্রত্যাখ্যান।
২০ : তুর্কি বাহিনী সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
২১ : মার্কিন সিনেটে সরকারের বাজেট বাড়ানো সংক্রান্ত বিল পাস।
২৩ : বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪ দিনব্যাপী ৪৮তম বার্ষিক সভা সুইজারল্যান্ডের দাভোস কোস্টার্সে শুরু।
২৪ : রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমারের নেত্রী অং সান সু চির গঠিত আন্তর্জাতিক পরামর্শন প্যানেল থেকে পদত্যাগ করেন মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন।
২৫ : আসামে ১২ ঘণ্টার বন্্ধ চলাকালে পুলিশের গুলিতে ৯ জন আহত হয়।
২৬ : দক্ষিণ কোরিয়ার মিরায়াং শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে বহু মানুষ হতাহত হয়।
২৭ : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৯৫ জন নিহত এবং আহত ১৫৮ জন।
২৮ : সাইপ্রাস ও ফিনল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত।

ফেব্রুয়ারি
০১ : মিয়ানমারের রাখাইন রাজ্যের গুদারপাইন গ্রামে ৫টি গণকবর থাকার খবর প্রকাশ করে বার্তা সংস্থা এপি। কাতারে নতুন পরিচ্ছন্নতা আইন কার্যকর।
০২ : ভারতের সাথে ৫ আন্তর্জাতিক রুটে বাংলাদেশের নতুন দুই বাস অপারেটরের সার্ভিস শুরু।
০৩ : নিরাপত্তার কারণ দেখিয়ে পার্লামেন্ট স্থগিত করেন মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত পিএলও নির্বাহী কমিটির।
০৪ : সংযুক্ত আরব আমিরাতে কর্ম ভিসা পেতে আবেদনের সাথে ‘ভালো আচরণের সনদপত্র’ জমা দেয়ার নতুন বিধান কার্যকর। মালদ্বীপের পার্লামেন্ট ভবন সিলগালা করে তা দখলে নেয় দেশটির নিরাপত্তা বাহিনী।
০৫ : মালদ্বীপে ১৫ দিনের জন্য জরুরী অবস্থা জারির পর দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইঊমসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
০৬ : ‘ফ্যালকন হেভি’ নামের বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট মহাকাশের উদ্দেশ্যে সফলভাবে উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্র।
০৭ : জার্মানিতে মহাজোট সরকার গঠনের চুক্তি চূড়ান্ত করে সিডিইউ, সিএসইউ ও এসপিডি দল।
০৮ : গাম্বিয়া পুনরায় কমনওয়েলথে যোগদান করে। ফিলিপাইন ও ভেনেজুয়েলার বিরুদ্ধে ওঠা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
০৯ : দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শুরু হয় ২৩তম শীতকালীন অলিম্পিক গেমস।
১০ : প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন সফর করেন নরেন্দ্র মোদি।
১১ : রাশিয়ার সারাতভ এয়ারলাইন্সের এএন১৪৮ বিমান ৭১ আরোহী নিয়েবিধ্বস্ত।
১২ : রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের একটি বিল পাস।
১৩ : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় গত বছরের সবচেয়ে ভয়াবহ শক্তিশালী চার মাত্রার সাইক্লোন গীতা আঘাত হানে।
১৪ : ক্রমাগত রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে একটি হাইস্কুলে ১৯ বছরের এক তরুণের গুলিতে ১৭ জন নিহত। যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজে’র প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির দ্বিতীয় তালিকা প্রকাশ।
১৫ : জ্যাকব জুমার পদত্যাগের পর দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিরিল রামাফোসা। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কে পি শর্মা অলি।
১৬ : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পার্লামেন্টে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণ প্রদান করেন।
১৭ : ব্যবসা-বাণিজ্যসহ ৯টি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ভারত ও ইরান। ভারতের ত্রিপুরা রাজ্যে নির্বাচনে ক্ষমতায় আসে বিজেপি, মুখ্যমন্ত্রী হন বিপ্লব কুমার দেব।
১৮ : ইরানের জাগ্রোস পার্বত্যাঞ্চলে ৬৬ আরোহী নিয়ে একটি ‘এটিআর ৭২’ উড়োজাহাজ বিধ্বস্ত।
২০ : মালদ্বীপে জরুরি অবস্থার মেয়াদ আরো ৩০ দিন বাড়ানোর অনুমোদন দেয় পার্লামেন্ট।
২২ : সউদী আরবে প্রথম বারের মতো শুরু হয় তিন দিনব্যাপী গানের কনসার্ট উৎসব। অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের কড়া হুঁশিয়ারি মালদ্বীপের।
২৩ : যৌন কেলেঙ্কারীর ঘটনায় পদত্যাগ করেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস এবং ইউনিসেফ-এর উপনির্বাহী পরিচালক জাস্টিন ফরসিথ।
উত্তর কোরিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
২৪ : সেনাবাহিনীতে নারীদের যোগদানের সুযোগ দেয়ার ঘোষণা দেয় সউদী আরব। সিরিয়ার পূর্ব ঘৌতায় ৩০ দিনের যুদ্ধবিরতি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন।
২৫ : ২৩তম শীতকালীন অলিম্পিক গেমস সমাপ্ত।
২৭ : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন।

মার্র্চ
০১ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্ষিক ভাষণ প্রদান করেন।
০২ সউদী আরব প্রথমবারের মতো সিনেমার লাইসেন্স প্রদান করে।
০৩ পাকিস্তানের উচ্চকক্ষ সিনেটের ৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত।
০৪ ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত
০৬ শ্রীলংকায় বৌদ্ধ-মুসলিম দাঙ্গার জেরে ১০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়।
০৭ জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বসবাস কেড়ে নিতে ‘নেসেটে-এ’ নতুন আইন
০৮ কিম জং উনের আমন্ত্রণ গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
০৯ সেচ্ছ্বামৃতেযুর অনুমতি দেয় ভারতের সুপ্রিমকোর্ট
১০ ভারত-ফ্রান্সের মধ্যে ১৪টি চুক্তি স্বাক্ষরিত।
১১ চিলির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সেবাস্তিয়ান পিনেরা।
১৩ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেন ডোনাল্ট ট্রাম্প।
১৪ টানা চারবারের মতো চ্যান্সেলর হিসেবে শপথ নেন অ্যাঞ্জেলা মার্কেল।
১৫ আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের প্রত্যাহারের কথা জানায় ফিলিপাইন।
১৬ সিডনিতে দুই দিনব্যাপী অস্ট্রেলিয়া-আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু।
১৭ সি চিন পিংক দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত।
১৮ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত।
২০ সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আটক করে নিরাপত্তা বাহিনী
২১ পদত্যাগ করেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজেনস্কি।
২২ মালদ্বীপের জরুরি অবস্থা প্রত্যাহার।
২৩ পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মার্টিন ভিজকারা।
২৪ ব্যাক্তিগত বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের দাবিতে সারা বিশ্বের ৮০০ শহরে বিক্ষোভ।
২৫ কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন জার্মানিতে আটক।
২৬ মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু।
২৭ সিয়েরালিওনের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত।
২৯ দুই কোরিয়া সীমান্তবর্তী পানমুনজম গ্রামে বৈঠকে বসে দক্ষিণ ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতারা।

এপ্রিল
০১ আইডিবির ৪৩তম বার্ষিক সভা শুরু।
০২ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ১২৮ পণ্যে চীনের শুল্ক আরোপের ঘোষণা কার্যকর।
০৩ তুরুস্কে প্রথমবারের মতো পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন
০৪ অস্ট্রেলিয়া ২১তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন।
০৫ মেস্কিকো সীমান্তে ট্রাম্পের সেনা মোতায়েনের নির্দেশ।
০৬ মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙ্গে দেন প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক।
০৭ সিরিয়ায় রাসায়নিক গ্যাস হামলা চালায় সরকারি বাহিনী।
০৮ হাঙ্গেরীতে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত।
০৯ দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ং বাককে দুর্নীতির দায়ে অভিযুক্ত।
১০ ফ্রান্স-সউদী ১৮০০০ কোটি ডলারের অস্ত্রচুক্তি।
১১ আলজেরিয়ার সামরিক বিমান বিধ্বস্তে ২৫৭ জন নিহত।
১২ স্পেন-সউদী ২২০ কোটি ডলারের অস্ত্রচুক্তি।
১৩ নওয়াজ শরীফকে রাষ্ট্রীয় কাজে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের আদালত।
১৪ সিরিয়ায় ব্যাপক মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
১৫ অস্ট্রেলিয়া ২১তম কমনওয়েলথ গেমস সমাপ্ত।
১৬ লন্ডনে ২৫তম কমনওয়েলথ সম্মেলন শুরু।
১৭ কিম জং উন পরমাণু কেন্দ্রের কাজ বন্ধের ঘোষণা দেন।
১৮ সউদী আরবে সিনেমা হলের যাত্রা শুরু।
১৯ শাসন ক্ষমতা থেকে সরে দাঁড়ান রাউল ক্যাস্ত্রো।
২০ কমনওয়েলেথের নতুন প্রধান বিচারপতি হন প্রিন্স চার্লস
২১ কিম জং উনের ক্ষেপাণাস্ত্র বন্ধের ঘোষণা কার্যকর।
২২ ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে কঠোর অভিবাসন আইন পাস।
২৩ আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ।
২৫ সিঙ্গাপুরে ৩২ আসিয়ান সম্মেলন শুরু।
২৬ অস্ট্রেলিয়ায় গ্লোবল উইমেন সম্মেলন শুরু।
২৭ উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টেদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

মে-১৮
০২. জিন্নাহ ছিলেন ‘মহাপুরুষ’-উত্তরপ্রদেশের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য।
০৩. কাতারে প্রতারিত কর্মীদের মানবেতর জীবন-যাপন। ওআইসি সম্মেলনে উঠবে রোহিঙ্গা ইস্যু।
০৪.বার্সার ইতিহাসের পথে বাধা রিয়াল। সাপোটার্স ফোরামের চোখে সেরারা।
০৫. লন্ডনের চার কাউন্সিলে ৫০ বাঙালি নির্বাচিত। জাতিসংঘ পরিদর্শনে ঝুঁকি বেড়েছে মিয়ানমারের।
০৬. মদিনায় হোটেলে অগ্নিকান্ডে ১৫ জনের প্রাণহানি। ইরানের কারণে কাতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন।
০৭. যুক্তরাষ্ট্রকে সতর্ক করল উত্তর কোরিয়া। সামরিক বাজেট বাড়াচ্ছে পাকিস্তান কমছে ভারতে।
০৮. ক্ষমতায় ফিরবেন ৯২ বছরের মাহাথির?
০৯. মাহাথির ফের ক্ষমতায়।
১০. সিঙ্গাপুরেই সাক্ষাত হচ্ছে ট্রাম্প-কিমের। কেনিয়ায় বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রাণহানি ২৭।
১১. দ. আফ্রিকায় ইমামকে হত্যা, মসজিদে আগুন। নতুন নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
১২. আওরঙ্গাবাদে দাঙ্গা পরিস্থিতি শতাধিক দোকানে আগুন। মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ পাকিস্তানে।
১৩.নিষেধাজ্ঞার মধ্যেই ইরানকে সুপার জেট দেবে রাশিয়া। নারীদের আত্মরক্ষায় প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ।
১৪. বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা জাতিসংঘের।
১৫. মিয়ানমারকে আগলে রাখছে চীন : যুক্তরাষ্ট্রের ক্ষোভ।
১৬. ইসরাইলি নৃশংসতায় মার্কিন ইহুদিদের বিক্ষোভ। আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১৫। ফিলিস্তিনি হত্যাকান্ডে রাশিয়া-চীনের নিন্দা।
১৭. ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া অবিলম্বে শুরু করুন ওআইসি।
১৮. টেক্সাসের স্কুলে গুলিতে ৮ জন নিহত।
১৯. ভারতীয় শ্রমিকরা বছরে ৫শ’ কোটি ডলার নিয়ে যাচ্ছে।
২০. কাশ্মীরে ভারতের পানিবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন, পাকিস্তানের বিরোধিতা।
২১. ভারতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু। ভারতের পূর্বাঞ্চলে বাস উল্টে হতাহত ২৬।
২২. ইরানের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিতে পারে না -রুহানি। নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা, বিশ্ব চুপ।
২৩. নারী অধিকার আন্দোলনের কর্মী গ্রেফতার সউদী সংস্কারের সীমাবদ্ধতার ইঙ্গিত। পাকিস্তানে অমুসলিম ভোটার বৃদ্ধি পেয়েছে শতকরা ৩০ ভাগ।
২৪. বিশ্বের বৃহত্তম ইফতার আয়োজন মক্কায়।
২৫. শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে যা থাকছে: উয়ারি বটেশ্বর থেকে মুক্তিযুদ্ধ।
২৬. জম্মু-কাশ্মীর সীমান্তে গুলিতে ৫ জন নিহত। ওমানে ঘূর্ণিঝড় মেকুনুর আঘাতে নিহত ৯।
২৭. ‘তিস্তা চুক্তি’ কথা রাখলেন না মোদি।
২৮.নাসিরুল মুলক সর্বসম্মতিক্রমে পাকিস্তানের তত্ত¡াবধায়ক সরকার প্রধান নির্বাচিত।
২৯. আইএসআই’র সাবেক প্রধানের পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা। সিরিয়ার সেনা থাকবে শুধু ইসরাইল সীমান্তে : রাশিয়া।
৩০. ৭০ বছর নির্যাতিত ফিলিস্তিনিরা আইসিসি’র কাছ থেকে কী আশা করতে পারে।
৩১. রাশিয়া ও চীনের সাথে ক‚টনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ।

জুন-১৮
০১.পাকিস্তানে তত্তাবধায়ক সরকার প্রধান নাসিরুল মুলকের শপথ। চীনের কৃত্রিম দ্বীপগুলো দখলের ক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র।
০২. নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিরোধী মার্কিন প্রস্তাবের ঐতিহাসিক পরাজয়। সব রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার!
০৩. তিউনিসিয়ায় নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু।
০৪. ফ্রান্সে আরও দুটি শরণার্থী শিবির খালি করলো পুলিশ। ফিলিস্তিনি কবরস্থানে ‘জাতীয় উদ্যান’ বানাচ্ছে ইসরায়েল।
০৫. মার্কিন অবরোধ অগ্রাহ্য করে ভারত কেন ইরানের সাথে। রোহিঙ্গাদের ফেরাতে চাপ অব্যাহত রাখতে হবে।
০৬. চীন ও উত্তর কোরিয়াকে বড় হুমকি মনে করছে যুক্তরাষ্ট্র। চীনে খনিতে আটকা ২৩ শ্রমিক উদ্ধার, নিহত ১১।
০৭.Ġতাপদাহে পুড়ছে ইউরোপ, উত্তপ্ত হাওয়া। নাইজেরিয়ায় পৃথক সংঘর্ষে নিহত ১৫। বাগদাদে বোমায় নিহত ১৮।
০৮. বয়কটেই স্বাবলম্বী কাতার। তুরস্কে দুই হাজার ব্যক্তির কারাদন্ড। কেনিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০।
০৯. অস্ট্রিয়ার সিদ্ধান্ত ইসলামবিদ্বেষী বর্ণবাদী ও বৈষম্যম‚লক : তুরস্ক। সমঝোতার ভিত্তিতেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে : সু চি।
১০. জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে নিহত ৫। আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৪২।
১১. আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমরা কিছু করব -জার্মান চ্যান্সেলর।
১২. যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ শিশু নিহত। গোলান মালভূমিতে হঠাৎ ইসরাইলের সেনা মহড়া।
১৩. ইসরাইলকে প্রতিহত করতে গোলানে শক্তি বৃদ্ধি সিরিয়ার। যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থা : রাশিয়া।
১৪. মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ঈদ আজ। দিল্লীতে রাহুলের ইফতারে বিরোধীদের সমাবেশ।
১৫. সউদি আরবে ঈদ উদযাপন। কাশ্মীরে পত্রিকার প্রধান সম্পাদককে গুলি করে হত্যা।
১৬. হামাসের অবস্থানে আবার ইসরাইলের গোলাবর্ষণ, ফিলিস্তিনি নিহত। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের নৌ মহড়া।
১৭. কলম্বিয়ার নির্বাচনে দ্বিতীয় দফার ভোট। ভেনেজুয়েলায় গ্রাজুয়েশন পার্টিতে পদদলিত হয়ে নিহত ১৭।
১৮. ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বিক্ষোভ। শ্রীলঙ্কায় মুসলিম-বিদ্বেষী ভিক্ষুর জেল।
১৯. কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবার পদত্যাগ। ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ ১২৮
২০. ১৮০ যাত্রীসহ ইন্দোনেশিয়ায় ফেরিডুবি : উদ্ধার ১৮। পাকিস্তানের গোয়েন্দা প্রধানের সঙ্গে আফগান কর্মকর্তাদের আলোচনা
২১. বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রকে চীনের পাল্টা আঘাত। নেপাল-চীন ২৪০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর।
২২. উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণের কাজ শুরু করেছে : ট্রাম্প। জেরুজালেমকে ফিলিস্তিনি রাজধানী ছাড়া শান্তি নয় : আবদুল্লাহ।
২৩ . তুরস্কে নির্বাচন আজ। সউদীর রাজপথে আজ থেকে গাড়ি চালাবেন নারীরা।
২৪. ইসরাইলের তিন সেনাকে গাড়ি চাপা দিল এক ফিলিস্তিনি। ইরানের সঙ্গে সংঘাতে যেতে চায় না যুক্তরাষ্ট্র।
২৫. নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে নিহত ৮৬। এরদোগানের সাফল্যে রাতভর আঙ্কারায় উল্লাস।
২৬. মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত।
২৭. দক্ষিণ চীন সাগরে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী। জরুরি অবস্থা কালো দাগ : মোদি।
২৮. পাকিস্তানের সাথে আলোচনা নয়-সুষমা। বিতর্কিত এলাকার এক ইঞ্চি ভূমিও ছাড়বে না চীন
২৯. মেক্সিকোতে সহিংসতায় ১৩৩ রাজনীতিক নিহত। নাইজেরিয়ায় নিহত ৯। বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের হুঁশিয়ারি
৩০. যুদ্ধ জাহাজ নির্মাণে অস্ট্রেলিয়া ও ব্রিটিশ কোম্পানির চুক্তি। চীন বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আরও উদার হচ্ছে।

জুলাই
১. ভারতের উত্তরাখন্ডে বাস দুর্ঘটনায় ৪৮ জনের প্রাণহানি।
২. মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ।
৩. আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জনের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নজিব রজাক গ্রেপ্তার।
৫. শরণার্থী নীতির প্রতিবাদে স্ট্যাচু অব লিবার্টিতে উঠলেন কৃষ্ণাঙ্গ মহিলা টেরেস প্যাট্রিশিয়া ওকুমু।
৬. জাপানে রাসায়নিক সারিন হামলায় দোষী স্বঘোষিত ধর্মগুরু শোকো আসাহারার ফাঁসি।
৭. মালদ্বীপের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে পাকিস্তানের সঙ্গে মালদ্বীপের চুক্তিতে স্বাক্ষর।
১০. থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় ২৩ জুন থেকে আটক ১৩ কিশোরের সকলকেই উদ্ধার।
১১. জাপানে ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যু, প্রধানমন্ত্রী শিনজো আবের সফর বাতিল।
১২. ফেসবুক অ্যাকাউন্ট কার অধিকারে থাকবে তা নিয়ে মামলা হল জার্মানিতে।
১৩. পাকিস্তানে দুটি নির্বাচনী জনসভায় বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যু।
১৪. লাদাখে সাসের কাঙড়ি (৭৪১৬ মি) শৃঙ্গ অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ৮ বার এভারেস্ট জয়ী দার্জিলিংয়ের পেম্বা শেরপা।
১৬. দক্ষিণ ফিনল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের মধ্যে বৈঠক।
১৭. জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর।
১৮. ফ্লোরিডায় মাঝ আকাশে দুটি বেসরকারি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু।
১৯. জেরুজালেম সংসদে ইসরায়েলকে ইহুদি জাতি রাষ্ট্র হিসেবি বিল পাশ।
২০. ৩০ বছরে এই প্রথম চিনের কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সংযুক্ত আরব আমিরাত সফর।
২১. পথচারীর সংখ্যা ও সুবিধা বাড়াতে নতুন পরিকল্পনা ঘোষণা করলেন লন্ডনের মেয়র সাদিক খান।
২২. কাবুল বিমানবন্দর চত্বরে আত্মঘাতী জঙ্গি হামলা থেকে প্রাণে বাঁচলেন আফগানিস্তানের উপ রাষ্ট্রপতি আবদুল রশিদ দোস্তুম, ১৪ জন নিহত ।
২৩. নাবালিকার সঙ্গে যৌন লাঞ্ছনার শাস্তি মৃত্যুদন্ড বা আমৃত্যু কারাবাস, এই মর্মে বিল পাশ।
২৪. পাকিস্তানের বালুচিস্তান হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে তাহিরা সফদারের নাম ঘোষনা।
২৬. পাকিস্তানের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেন।
২৮. মহারাষ্ট্রের রায়গড়ে একটি বাস খাদে গড়িয়ে পড়ে মৃত্যু হল ৩৩ জনের।
২৯. ইসরাইলী কারাগার থেকে পশ্চিম তীরে ফিরে বিপুল সংবর্ধনা পেলেন ১৭ বছরের কিশোরী আহেদ তামিমি। ৩০. যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সিইও পদে দায়িত্ব গ্রহণ করলেন একজন ভারতীয় সীমা নন্দা।
৩১. তেইশ জুলাই শুরু ক্যালিফোর্নিয়ার দাবানলে আরও ৬ জনের মৃত্যু।

আগষ্ট
১. ডেনমার্কে বোরখাসহ যে কোনো ধরনের মুখঢাকা পোশাক নিষিদ্ধ।
৩. জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন এমারসন মুনাগাগোয়াই।
৪. ডেনমার্কে নিকাব বিতর্ক আইন না মানার ঘোষণা মুসলিম নারীদের।
৫. সউদী আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কানাডা।
৬. ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮।
৭. কানাডার সঙ্গে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত জানাল সউদী আরব।
৯. জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রধান হিসেবে চিলির মিশেল বাশোল মনোনীত হলেন।
১০. উত্তর ইয়েমেনে বিমান হামলায় মৃত্যু হল ২৯ জন শিশুর।
১১. ছিনতাই হওয়ার পর কেট্রন দ্বীপে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের যাত্রীশূন্য বিমান।
১২. সূর্যের উদ্দেশে পাড়ি দিল নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’।
১৩. ২৯ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিল পাকিস্তান। ভারতও ৭ জন পাক বন্দিকে মুক্তি দিল।
১৪. ইতালিতে একটি সেতু ভেঙে অন্তত ৩০ জনের মৃত্যু হল।
১৫. অস্ট্রেলিয়ার সিনেটে প্রথম মুসলিম নারী সদস্য হিসাবে মনোনীত হলেন মেহরিন ফারুকি।
১৬. ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাল ৩৫০টিরও বেশি মার্কিন দৈনিক পত্রিকা।
১৭. পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ইমরান খান
১৮. প্রয়াত হলেন জাতিসংঘের ৭ম মহাসচিব (১৯৯৭-২০০৬) কোফি আন্নান (৮০)।
১৯. বিলাসিতার জন্য নওয়াজ শরিফের কঠোর সমালোচনা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
২০. ৬৮ বছর পরে সাক্ষাতের সুযোগ পেলেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার ৮৯টি পরিবার।
২১. চাঁদের মাটিতে বরফ থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানাল নাসা।
২২. সরকারি দুই সংবাদমাধ্যমকে সম্পাদকীয় স্বাধীনতা দিল ইমরান খান সরকার।
২৩. প্যারিসে এক যুবকের ছুরি হামলায় মৃত্যু হল ২ জনের।
২৪. ম্যালকম টার্নবুলকে সরিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন স্কট মরিসন।
২৫. ফিলিস্তিনে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র।
২৬. ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর প্রধান আবু সাদ এরহাবি আফগানিস্তানে নিহত হলেন।
২৭. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গুপ্তহত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত অভিযোগে লেখক গ্রেফতার।
২৮. ফ্রান্সের পরিবেশমন্ত্রী নিকোলাস উলো একটি সাক্ষাৎকার চলাকালীন ইস্তফা দিলেন মন্ত্রিত্ব থেকে।
২৯. উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
৩০. রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনলে মার্কিন-ভারত সম্পর্কে তার প্রভাব পড়তে পারে বলে জানাল ওয়াশিংটন।
৩১. কাঠমান্ডুতে অনুষ্ঠিত হল ‘বিমসটেক’-এর শীর্ষ সম্মেলন।

সেপ্টেম্বর
০১. মধ্য এশিয়ার সর্ব বৃহৎ মসজিদ উদ্বোধন
০২. ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বড় ধরনের অগ্নিকান্ডে পুড়ে গেছে ২০০ বছরের পুরনো জাতীয় জাদুঘর।
০৩. মিয়ানমারের রোহিঙ্গা নিপিড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার রয়টার্সের দুই সাংবাদিককে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে সাত বছরের কারাদন্ড দেয় দেশটির আদালত।
০৪. জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হানে শক্তিশালী টাইফুন ‘জেবি’ কোরীয় ভাসায় ‘জেবি’ র অর্থ সোয়ালো বা আবাবিল পাখি।
পাকিস্তানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং তার দলের সাবেক মহাসচিব দন্ত চিকিৎসক আরিফুর রেহমান আলভি।
০৫. জেরুজালেম থেকে তেলআবিব দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেয় প্যারাগুয়ে।
০৬. রোহিঙ্গাদের বিতারনে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের বিচারের এখতিয়ার নেদারল্যান্ডসের দি হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ওঈঈ) রয়েছে বলে সিদ্ধান্ত প্রদান।
সমকামিতাকে স্বীকৃতি দিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় প্রদান।
০৭. তাইওয়ান ইস্যুতে চীনকে সমর্থন করায় ডমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর এবং পানামা থেকে নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
চীন সামুদ্রিক জলসীমা ও জলবায়ুর পরিবর্তন পর্যবেক্ষণে কক্ষপথে সমুদ্র পর্যবেক্ষক উপগ্রহ উৎক্ষেপণ করে।
০৮. সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পক্ষে ২০১৩ সালে বিক্ষোভ করায় ৭৫ জনকে মৃত্যুদন্ড এবং ছয় শতাধিক ব্যক্তিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে মিশরের একটি আদালত।
০৯. সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ৭০তম বার্ষিকী উদযাপন করে উত্তর কোরিয়া। পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহন করেন তেহরিক ইÑইনসাফ (চঞও) দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আরিফুর রেহমান আলভি।
১০. জেনেভায় মানবাধিকার পরিষদের ৩৯তম অধিবেশন শুরু।
১১. রাশিয়ায় তিনদিনব্যাপী চতুর্থ ইস্টার্ন ইকোনোমিক ফোরাম শুরু।
১২. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপকারী যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষমতা প্রদান সংক্রান্ত নির্বাহী আদেশ স্বাক্ষর করেন।
১৩. কিরগিজস্তানে মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ ‘কেন্দ্রিয় ইমাম সেরাহাসি মসজিদ’ Ñএর উদ্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট।
ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
১৪. উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলের শহর কায়েসংয়ে দুই কোরিয়া যৌথ লিয়াজোঁ অফিস খুলে দেয়া হয়।
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফ্লোরেন্স’ যুক্তরাষ্ট্রে আঘাত হানে।
১৫. ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী টাইফুন ‘মাংখুত’।
১৭. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে চীনের ৬,০০০ পণ্যে আরও ২০০ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করেন।
১৮. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন শুরু। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৬০ বিলিয়ন ডলারের শুল্কারোপ করে চীন।
রাখাইনে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করায় মিয়ানমারের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
১৯. ভারতে ‘তিন তালাক’কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দিয়ে অধ্যাদেশ জারি।
উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।
২০. তাঞ্জানিয়ার লেক ভিক্টোরিয়াতে যাত্রীবাহী ফেরি ডুবে ১৩৬ জনের মৃত্যু।
২২. ইরানের খুজেস্তান প্রদেশের আহওয়াজ শহরে কুচকাওয়াজে বন্দুকধারীর হামলার ঘটনায় অন্তত ২৯জন নিহত।
২৩. মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত।
২৪. ভারতের সিকিম রাজ্যের প্রথম ও একমাত্র বিমানবন্দর উদ্বোধন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেলসন ম্যান্ডেলা শান্তি সম্মেলন অনুষ্ঠিত।
২৫. জাতিসংঘ সাধারণ পরিষদেও ৭৩তম অধিবেশনের বার্ষিক বিতর্ক শুরু।
২৭. ব্যভিচার ‘অপরাধ নয়’ জানিয়ে এ সংক্রান্ত দেড়শ বছরের পুরনো একটি আইন বাতিল করে দেয় ভারতরে সুপ্রিম কোর্ট।
৩০. ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

অক্টোবর
০১. সিরিয়াকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করে রাশিয়া।
০২. তুরস্কের ইস্তানবলে অবস্থিত সৌদি কনস্যুলেটের ভিতরে হত্যাকান্ডের শিকার হন সৌদি সাংবাদিক জামাল খাগোসি।
০৩. ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার জন্য যুক্তরাষ্ট্রকে আদেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত ।
০৪. ইতালিতে নতুন অভিবাসী আইন কার্যকর। মিয়ানমারের বর্তমান স্টেট কাউন্সিলর অং সান সু চি-র সম্মান সূচক নাগরিকত্ববাতিল করে কানাডা।
০৫. দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিমিয়াং বাককে ১৫ বছরের কারাদন্ড দেয় দেশটির একটি আদালত।
০৬. ক্যারিবিয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের বাইরে প্রথম কোন যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় জাপান।
০৭. বসনিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহন অনুষ্ঠিত।
০৯. ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১৭৬ কিলোমিটার পূর্বে একটি গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালী পদত্যাগ করেন।
১০. মালয়েশিয়ার মন্ত্রিসভায় মৃত্যুদন্ড বাতিলের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২৫০ কিমি বেগে আঘাত হানে ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্নিঝড় হারিকেন মাইকেল।
১১. বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় ‘তিতলী’ ভারতের পূর্বঞ্চালীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকার প্রচন্ড শক্তিতে আছড়ে পড়ে।
১২. ইন্দোনেশিয়ার বালিতে বিশ্বব্যাংক ও আইএমএফ’র তিনদিন ব্যাপী বার্ষিক বৈঠক শুরু।
১৩. মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম দেশের একটি নির্বাচনী আসনের উপনির্বাচনে জয়ী হয়ে রাজনৈতিক মঞ্চে প্রত্যাবর্তন করেন।
১৪. সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয় পাঁচদিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৯তম অ্যাসম্বলি।
১৫.
১৬. ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেয়ার ঘো

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন