রাজধানীর মিরপুরে একটি ভবনের ওপর থেকে ইটের টুকরো পড়ে আব্দুল্লাহ নামের ১৬ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মিরপুর ১ নম্বর সেকশনের কবির হোসেনের ছেলে। কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান বলেন, শুক্রবার সকালে আব্দুল্লাহকে কোলে নিয়ে তাদের টিনশেড ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন তার মা। ওই সময় পাশের চারতলা ভবন থেকে একটি ইটের টুকরো এসে পড়ে। মাথায় আঘাতপ্রাপ্ত আব্দুল্লাহকে দ্রুত শ্যামলী শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুপুরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন