ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের ঢুকে পড়া নতুন কিছু নয়। বাংলাদেশেও এটা প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও ঘটেছে এমন ঘটনা। শুক্রবার মিরপুরে ঢুকে পড়েছিলেন এ দর্শক। ছুটে চলে যান সাকিব আল হাসানের কাছে।
মিরপুরে তখন ভারতের ইনিংসের ৬৮তম ওভার চলছিল। ঐ সময় গ্যালারি থেকে গ্রিল পেরিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করছিলেন সাকিব, এসময় দৌড়ে এসে তার পায়ে লুটিয়ে পড়েন সেই দর্শক, করেন কুর্নিশ।
বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। এমন সময় হুট করেই শোরগোল পূর্ব গ্যালারির দিকে। গ্যালারির নিরাপত্তা ডিঙিয়ে এক তরুণ দৌড়ে চলে আসেন সাকিবের কাছে। তবে সাকিব কোনো ধরণের প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে ধরে নিয়ে যান মাঠের বাইরে।
এসব ঘটনায় অবশ্য সাকিবের খেলায় তেমন প্রভাব পড়েনি। মিরপুরের মাঠে শুক্রবার দিনের শেষটা রাঙিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার। শ্রেয়াস আইয়ারের গুরুত্বপূর্ণ উইকেট সহ মোট চার উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডার। তাতে ভারতের ইনিংস শেষ হয়েছে ৩১৪ রানে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন