শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেতাগীতে চরমোনাইর পীরের মাহফিল

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বরগুনার বেতাগী উপজেলার দেশান্তরকাঠীতে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ২০১৯ মুজাহিদ কমিটি বিবিচিনি ইউনিয়ন শাখার উদ্যোগে গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

বিবিচিনি ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মো. চুন্নু সিকদারের সভাপতিত্বে দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বয়ান করেন, চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। এ সময় তিনি বলেছেন, ‘হিংসা, বিদ্ধেষ ও সকল ভেদাভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঈমান-আকিদা রক্ষা করতে হবে।’
বিশেষ অতিথির বয়ান করেন, ঢাকার কামরাঙ্গীরচর মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রহমান।
উপস্থিত ছিলেন, মুজাহিদ কমিটির বরগুনা জেলা শাখার সভাপতি মৌলভী আব্দুল খালেক, সাধারন সম্পাদক মাওলানা আবু হানিফ, ইসলামী আন্দোলন বেতাগী শাখার সভাপতি মাওলানা ইউসুফ আলী, মুজাহিদ কমিটির উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের, মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদাসহ ইসলামী আন্দোলন ও মুজাহিদ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন