গায়েবি মামলা বলতে কোনো কিছু আমাদের অভিধানে নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। তবে পুলিশি তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে খালাস পাবেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ১৯ জানুয়ারির বিজয় সমাবেশ সফল করতে আয়োজিত কর্মী সভায় এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেন, যে সব মামলা হয়, সে সব মামলায় আসামি দোষী প্রমাণিত হলেই কেবল বিচার বিভাগ তার বিচার করেন।
বাংলাদেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায় দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়, তাই সন্ত্রাস, জঙ্গীবাদকে পরিত্যাগ করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে।
বাংলাদেশের মানুষ একাদশ জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আবারও তা প্রমাণ করেছে। এদেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়। সন্ত্রাস, জঙ্গিবাদ, দেশের মানুষ বিশ্বাস করেনা। একাদশ নিবার্চনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। যারা জঙ্গি-সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছিল, তাদের মানুষ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্ব এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, এমপি (ঢাকা-১০), ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফাসহ অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন