রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সুপারহিরো ছাড়া চলচ্চিত্র নির্মাণ কঠিন -টিম রথ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অভিনেতা টিম রথ মনে করেন হলিউডে সুপারহিরো ছাড়া চলচ্চিত্র নির্মাণ কঠিন। তিনি নিজেই মারভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ‘দি ইনক্রেডিবল হাল্ক’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটিতে তার চরিত্র এমিল বøন্স্কি ওরফে দি অ্যাবোমিনেশন সম্পর্কে তিনি বলেন, “আমার চরিত্রটি ছিল এক বড় বাদামী দানবের- তার কোনও আলখাল্লা ছিল না।” রথকে ‘টিন স্টার’ টিভি সিরিজে আরেকবার লন্ডনের আন্ডারকাভার পুলিশ গোয়েন্দা জিম ওয়ার্থের ভূমিকায় দেখা যাবে যে মদের প্রভাবে ‘মিস্টার হাইড’-এর মত এক মানুষে পরিণত হয়। এলে রথ জানান ব্রিটিশ-কানাডীয় সিরিজটির স্ক্রিপ্ট তার হাতে আসার সময় কোনও টিভি সিরিজে অভিনয়ে তার তেমন আগ্রহ ছিল না। তিনি বলেন, “বেশ কিছু স্ক্রিপ্ট ছিল আমার হাতে, সবগুলোকে আমার বাজে মনে হয়েছে। আর সেটি আমাকে আকৃষ্ট করে। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এটি কোথায় যাবে।” ২০০৯ সালে টিভির ক্রাইম ড্রামা ‘লাই টু মি’তে রথ এর আগে ক্যাল লাইটম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন; ক্যাল মানুষের অঙ্গভঙ্গি দেখে তার মনের কথা বুঝতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন