বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আরামবাগের টানা জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল বিকেলে ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে আরামবাগ ১-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ।
শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-০ গোলের হারা দিয়ে এবারের বিপিএল শুরু হয় আরামবাগের। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় মতিঝিল ক্লাব পাড়ার দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারকা মিডফিল্ডার জাহিদ হোসেনের হ্যাটট্রিকে আরামবাগ ৪-১ গোলে বিধ্বস্ত করে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আর তৃতীয় ম্যাচে এসে তারা হারায় গত লিগের চতুর্থস্থান অর্জনকারী দল সাইফ স্পোর্টিংকে। অন্যদিকে সাইফ স্পোর্টিং ক্লাব লিগে নিজেদের প্রথম দু’ম্যাচে কষ্টের জয়ই পেয়েছে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়ে এবারের লিগ শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলের জয় পায় বিজেএমসির বিপক্ষে। তৃতীয় ম্যাচেতো হারের গøানি নিয়েই মাঠ ছাড়তে হয় সাইফকে।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও অপেক্ষাকৃত ভালো খেলেছে আরামবাগই। আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে বড় জয়ে সাইফের বিপক্ষে উজ্জীবিত ছিল আরামবাগ। ফলে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় ১০ জন নিয়ে খেললেও ঠিকই জয় তুলে নেয় তারা। টানা দুই জয়ে আতœবিশ্বাসী সাইফ ম্যাচে তেমন ভোগাতে পারেনি আরামবাগকে। গোলশূন্য প্রথমার্ধে তারা এমন কোনো আক্রমণ করতে পারেনি যা প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষা ফেলে। ম্যাচের ৫৫ মিনিটে মিডফিল্ডার মোহাম্মদ আরাফাত হোসেন লালকার্ড পেলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় আরামবাগকে। তারপরেও কাজের কাজ কিছুই করতে পারেনি সাইফ স্পোর্টিং। উল্টো দলের শক্তি কমলেও ৭৬ মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আরামবাগই। এসময় আরিফুর রহমানের বাড়ানো বল ধরে প্লেসিং শটে গোল করেন আরামবাগের নাইজেরিয়ার ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ (১-০)। ম্যাচের বাকি সময় তারা একাধিক সুযোগ পেলেও আর গোল হয়নি। পিছিয়ে পড়ে সাইফও ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু আরামবাগের শক্ত রক্ষণদূর্গ ভাঙতে পারেননি সাইফের ফরোয়ার্ডরা। তাই শেষ পর্যন্ত হারের গøানি নিয়ে মাঠ ছাড়তে হয় গত লিগে চতুর্থ হওয়া দলটিকে।
অন্যদিকে ঢাকা ভেন্যুর খেলায় চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছে টিম বিজেএমসি। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী গোলশূন্য ড্র করে অপেক্ষাকৃত দূর্বল বিজেএমসির সঙ্গে। এবারে বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে লিগ শুরু করে চট্টগ্রাম আবাহনী। তবে পরের ম্যাচেই তারা হোঁচট খায় রহমতগঞ্জের সামনে। তাদের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে চট্টগ্রামের দলটি। তৃতীয় ম্যাচে এসে বিজেএমসির বিপক্ষে গোলশূণ্য ড্র করে আরো পিছিয়ে পড়ল তারা।

আজ মুখোমুখি: মোহামেডান-ব্রাদার্স, বিকাল ৪টা (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম)। বসুন্ধরা-নফেল, বিকাল ৩টা (শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী)

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন