বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

থামলেন সুলশার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ৫:১৩ পিএম

সব ধরনের প্রতিযোগিতায় টানা আট জয়ের পর অবশেষে থামলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আপৎকালীন কোচ ই ওলে গানার সুলশার। মঙ্গোলবার রাতে বার্নলির সাথে নাটকীয় ম্যাচে ২-২ গোলে ড্র করে কোনরকমে ম্যাচ বাঁচায় ম্যানচেস্টার ইউনাইটেড।
ডিসেম্বরে হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হবার পর টানা ছয়টি লিগ ম্যাচে জয় উপহার দিয়েছিলেন সুলশার। ওল্ড ট্র্যাফোর্ডে অবশ্য ম্যাচের শেষ মিনিট পর্যন্ত ইউনাইটেড ছেড়ে কথা বলেনি। প্রথমার্ধ গোলশুণ্য ড্র থাকার পর এ্যাশলে বার্নস ৫১ মিনিটে বার্নলিকে এগিয়ে দেয়। ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ক্রিস উড। ৮৭ মিনিটে জেসে লিনগার্ডকে ডি বক্সের ভিতর ফাউলের অপরাধে জেফ হেনড্রিকের বিপরীতে পেনাল্টি আদায় করে নেয় ইউনাইটেড। পল পগবা স্পট কিক থেকে এক গোল পরিশোধ করেন। কিন্ত ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। শেষ মিনিটে ভিক্টর লিন্ডেলফের গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা।
ম্যাচ শেষে সুলশার বলেছেন, ‘এভাবে ম্যাচে ফিরে আসা সত্যিই বিশেষ কিছু। যেভাবে আজ সবাই লড়াই করার মানসিকতা দেখিয়েছে তা প্রশংসনীয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন