বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইনিয়েস্তা-ভিয়ার পর রোবেনও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ৫:১৬ পিএম

লুকাস পোদোলস্কি, আন্দ্রেস ইনিয়েস্তা ও ডেভিড ভিয়ার পর জে-লিগে যোগ দিতে যাচ্ছেন আরিয়েন রোবেন। বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ ছাড়ার পর ডাচ সুপারস্টার এফসি টোকিওতে যোগ দিচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
৩৫ বছর বয়সী এই তারকা উইঙ্গার মৌসুমের শেষে বায়ার্ন ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বায়ার্নের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে রবেন সাতটি বুন্দেসলিগা শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছেন। নেদারল্যান্ডের জার্সি গায়েও তিনি শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছে। ২০০৩ সালে নেদারল্যান্ডের হয়ে রবেনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।
শেষ পর্যন্ত রবেন যদি জাপানে পাড়ি জমান তবে এটা হবে জাপানীজ লিগে সাম্প্রতিক সময়ে সবচেয়ে হাই প্রোফাইল ট্রান্সফার। এর আগে স্প্যানিশ বিশ্বকাপ জয়ী আন্দ্রেস ইনিয়েস্তা ও জার্মান স্ট্রাইকার লুকাস পোদোলস্কি ভিসেল কোবে যোগ দিয়েছিলেন। ইনিয়েস্তার বিশ্বকাপ জয়ী স্প্যানিশ সতীর্থ ফার্নান্দো তরেসও জে-লিগে সাগান টোসুতে খেলছেন। কিছুদিন আগে যোগ দেন বার্সায় খেলা আরেক স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়া।
স্পোর্টস নিপ্পন দৈনিকের রিপোর্টে বলা হয়েছে, আগামী মৌসুমে জাপানে রবেনের খেলার সম্ভাবনা অনেক বেশি। সেখানে আরো বলা হয়েছে এই সিদ্ধান্তের ব্যাপারে রবেনের পরিবার অনেক বড় একটি ভূমিকা পালন করেছে। তাদের থেকে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। বেশ কয়েকটি জাপানীজ ক্লাবই তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এফসি টোকিওর সাথেই তিনি চুক্তি করতে যাচ্ছেন। এ ব্যপারে দৈনিকটি সংশ্লিষ্ট বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের মন্তব্যও প্রকাশ করেছে। যদিও ক্লাবের পক্ষ থেকে এ ব্যপারে কেউ কোন মন্তব্য করতে রাজি হননি।
বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে বিবেচিত ৩৫ বছর বয়সী রবেন গত মাসে জার্মান ফুটবল ম্যাগাজিন কিকারকে বলেছিল মৌসুম শেষের কোন পরিকল্পনা নিয়ে এখনো তিনি কিছু চিন্তা করেননি। রবেন বলেছেন, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। জাপানের সম্ভাবনাগুলো আমি খতিয়ে দেখছি। প্রস্তাব আসলে আমি শতভাগ বিবেচনা করবো। আমার জন্য এটা সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা হবে। আমার তিনটি সন্তান রয়েছে, তারাও হয়তবা খুশি হবে। তবে এই সিদ্ধান্তে আমার পরিবারের একটি বড় ভূমিকা থাকবে।
চেলসি ও রিয়াল মাদ্রিদে খেলার পর ২০০৯ সালে বায়ার্নে যোগ দেন রবেন। বেভারিয়ান্স জায়ান্টদের হয়ে প্রায় এক দশক কাটিয়ে দিয়েছেন এই ডাচ তারকা। ওয়েম্বলিতে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি জয়সূচক গোলটি করেছিলেন। বায়ার্নের হয়ে সব মিলিয়ে ১৯টি শিরোপা জয় করেছেন। জার্মানীতে প্রথম মৌসুমেই তিনি বুন্দেসলিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। গত বছর জে-লিগে এফসি টোকিও ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন