শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বেলাল খানের নতুন গান বেঁচে থাকার জন্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী বেলাল খানের নতুন গান। গানের শিরোনাম ‘বেঁচে থাকার জন্য’। গানটি লিখেছেন জুলফিকার রাসেল। গানটির সুর সঙ্গীতায়োজন করেছেন বেলাল খান। এতে বেলাল খানের সঙ্গে গেয়েছেন কলকাতার অন্বেষা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। বেলাল খান বলেন, ‘গানটি শ্রোতের বিপরীতে শ্রোতাদের জন্য একটি মনের মতো গান। এই গানে শ্রোতারা নতুন কিছু পাবেন, ভিন্ন কিছু পাবেন। কলকাতার অন্বেষা দারুণ গেয়েছেন। সবমিলিয়ে গানটি নিয়ে আমি খুব আশাবাদী। ভিকি জাহেদ যতœ নিয়ে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। ধন্যবাদ ধ্রæব গুহ দাদাকে গানটি ধ্রæব মিউজিক স্টেশন থেকে শ্রোতা দর্শকের কাছে পৌঁছে দেয়ার জন্য।’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন পারসা ইভানা ও আরজে ফারহান। বেলাল জানান, ধ্রæব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে তার নতুন বছরের প্রথম গান ‘বেঁচে থাকার জন্য’ প্রকাশিত হয়েছে। এদিকে এরইমধ্যে বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে তার সুর সঙ্গীতে তারই গাওয়া গান ‘বাজি’ এরইমধ্যে কোটি ভিউয়ার্স অতিক্রম করেছে। ‘বাজি’ গানের এমন সাফল্যে বেশ উচ্ছ¡সিত বেলাল খান। তিনি বলেন, ‘নিজের ইউটিউব চ্যানেলে থেকে নিজের গানের কোটি ভিউয়ার্স হওয়াটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের, ভালোলাগার। দর্শক, ভক্ত, শ্রোতাদের কাছে আমি কৃতজ্ঞ।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
Tarikul ৮ এপ্রিল, ২০১৯, ৭:৪১ এএম says : 0
এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন