শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়- সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ৯:১২ পিএম

মুক্তিযুদ্ধে ভারতের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৯ জন যোদ্ধাকে সম্মান জানিয়েছে ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ ফোরাম। বৃহষ্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সম্মান জানানো হয়। একাত্তরের মিত্রবাহিনীর যোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ভারতীয় যোদ্ধারা। তারা বলেন, বাংলাদেশকে সহায়তা করতে পেরে তারাও গর্বিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন