বাংলা একাডেমী প্রাঙ্গনে পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অমর একুশে গ্রন্থমেলায়’ বিকাশ অ্যাপে পেমেন্ট করে বই কিনলেই ক্রেতারা ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
একজন ক্রেতা বিকাশ অ্যাপে পেমেন্ট করলে বইয়ের প্রচ্ছদ দামের চেয়ে ৩২ দশমিক ৫ ভাগ কম দামে বই কিনতে পারবেন। বইমেলায় প্রকাশকরা ২৫ শতাংশ ছাড় দিয়ে থাকেন। এর সাথে বিকাশ অ্যাপের ১০ শতাংশ ক্যাশব্যাক যুক্ত হয়ে এই আকর্ষণীয় অফার পাবেন ক্রেতা।
মেলা চলাকালীন একজন ক্রেতা বিকাশ অ্যাপে অথবা বিকাশ অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ক্রেতারা বই এর স্টল গুলোতে কিউ আর কোড স্ক্যান করে খুব সহজে অ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারবেন।সকল ক্যাশব্যাক তাৎক্ষণিক ভাবেই ক্রেতার বিকাশ একাউন্টে যুক্ত হয়ে যাবে।
এবছর বইমেলা প্রাঙ্গনে ২৮০ প্রকাশনীর স্টলে বিকাশ পেমেন্ট করে এই ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রকাশনীর তালিকা বিকাশের ওয়েবসাইট: www.bkash.com এবং ফেসবুক পেইজ: www.facebook.com/bkashlimited পাওয়া যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন