সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতের ঘুরে দাঁড়ানো জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


নিউজিল্যান্ডের মাটিতে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষটা ভালো হলো না ভারতের। ভাগ্য ভালো, তার আগেই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে জয় নিশ্চিত করে সফরকারীরা। আগের ম্যাচে রেকর্ড বলের ব্যবধানে হারের স্মৃতি কালও উঁকি দেয় ১৮ রানে ৪ উইকেট হারালে। কিন্তু আম্বাতি রাইডুর দায়ীত্বশীল ব্যাটিং, শেষদিকে হার্দিক পান্ডিয়ার ঝড় ও বোলারদের ধারাবাহীক নৈপুণ্যে শঙ্কা কাটিয়ে শেষটা জয় দিয়েই রাঙায় ভারত।
ওয়েলিংটনে সিরিজের শেষ ওয়ানডেতে ভারত জেতে ৩৫ রানে। ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বুধবার থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে ভারত।
এই ম্যাচেও ছিলেন না বিরাট কোহলি। ভারত ১ বল বাকি থাকতে অল আউট হওয়ার আগে ২৫২ করতে পারে রাইডুর ৯০, ভিজয় শঙ্করের ৪৫, কেদার যাদবের ৩৪ ও পান্ডিয়ার ২২ বলে ৪৫ রানের সুবাদে। বিশেষ করে পান্ডিয়ার ঝড়ো ইনিংসই ভারতকে চ্যালেঞ্জিয় সংগ্রহ এনে দেয়। ম্যাট হেনরি (৪/৩৫) ও ট্রেন্ট বোল্টের (৩/৩৯) তোপে বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
লক্ষ্যটা ছোট মনে হলেও ভারতীয় বোলাররা সেটাকে কঠিন করে তোলে বø্যাক ক্যাপ বাহিনীর জন্য। টপ অর্ডারে এদিনও হানা দেন সিরিজ সেরার পুরষ্কার জেতা মোহাম্মদ শামি। স্পিনে সফল ছিলেন যাদব-চাহালরা। ভালো শুরু করেও তাই কোন কিউই ব্যাটসম্যানই ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪৪ রান নিশামের। ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়া নিউজিল্যান্ড ৪৪.১ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন