রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সংসদে মাশরাফি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর পরিচিতিটাই পাল্টে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ক্রিকেটের দলনেতা থেকে তিনি এখন একজন রাজনৈতিক নেতাও। এবার সেই মুকুটে তিলক পড়লেন সংসদে যোগ দিয়ে। গতকাল বিকেলে অধিবেশনের শুরুতে সংসদে প্রবেশ করেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।
সংসদ লবিতে দেখা যায়, মাশরাফি গায়ে স্যুট-কোট পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদে প্রবেশ করছেন। অধিবেশন কক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে ৭নং সারিতে নিজের আসনে বসেন তিনি। এসময় তার আশপাশের এমপিদের মধ্যে এক ধরনের কৌতূহল দেখা দেয়। সংসদে উপস্থিত অন্যান্য এমপি ও সংসদের কর্মচারীদের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়। মাশরাফি যখন সংসদ কক্ষে প্রবেশ করেন তখন মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপর্ব চলছিল। তাও আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
গত ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও সেসময় বিপিএলের কারণে ব্যস্ত থাকায় অধিবেশনে যোগ দিতে পারেননি। শপথ গ্রহণের পর গতকালই প্রথম সংসদে আসেন মাশরাফি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন