রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গাড়ি দুর্ঘটনায় ব্রাজিলিয়ান তারকা কস্তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১৪ পিএম

গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন জুভেন্টাসের ব্রাজিলের ফুটবল তারকা ডগলাস কস্তা। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে স্বস্তির খবর হলো, বড় ধরণের কোনো আঘাত পাননি জুভেন্টাস ফরোয়ার্ড।
চলতি সপ্তাহে পারমার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর জুভেন্টাসের খেলোয়াড়রা গিয়েছিলেন দুই দিনের ছুটিতে। সেই ছুটি কাটিয়েই তুরিনে ফিরছিলেন কস্তা। উত্তর ইতালির ভার্সেলি প্রদেশের সান্থিয়ায় হাইওয়ে একটি রোড ক্রস করার সময় দুর্ঘটনার কবলে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা।
কস্তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল ৪৭ বছর বয়সী ফিয়েট পান্তো নামের এক ভদ্রলোকের গাড়ি। দুর্ঘটনায় কস্তা বড় আঘাত না পেলেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওই ব্যক্তিকে। দুর্ঘটনায় কস্তার গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। তবে তিনি সুস্থ হিসেবেই বাড়ি পৌঁছেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন কস্তা। যেখানে তিনি সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন ভক্ত সমর্থকদের ।
ঘটনা আসলে কি ঘটেছিল, সেই বিষয়ে তদন্ত করছে ইতালির পুলিশ। তদন্তের পর হয়তো জানা যাবে, দোষটা কার ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন