মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কষ্টের জয়ে শেষ আটে পিএসজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩১ পিএম

তৃতীয় সারির ক্লাব ভিয়েফঁসের বিপক্ষে নির্ধারিত সময়ে কঠিন লড়াই করতে হলো পিএসজিকে। তবে অতিরিক্ত সময়ে ইউলিয়ান ড্রাক্সলার, মুসা দিয়াবি ও এদিনসন কাভানির গোলে জিতে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো শেষ ষোলোর ম্যাচটি ৩-০ গোলে জেতে টমাস টুখেলের দল।
পায়ের চোটে আগে থেকেই দলের বাইরে নেইমার। সেই সঙ্গে এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেসহ নিয়মিত একাদশের কয়েকজনকে বেঞ্চে রেখে খেলতে নামা পিএসজিকে ম্যাচের অধিকাংশ সময় ধুঁকতে দেখা যায়।
বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে দলটি; কিন্তু প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধেও ম্যাচ একইভাবে চলতে থাকলে ৬৪তম মিনিটে আনহেল দি মারিয়াকে বসিয়ে ফরাসি ফরোয়ার্ড এমবাপেকে নামান কোচ। ৮১তম মিনিটে বদলি হিসেবে নামেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানিও। কিন্তু নির্ধারিত সময়ে কেউই পার্থক্য গড়ে দিতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অবশেষে ১০২তম মিনিটে পিএসজির গোলের অপেক্ষা শেষ হয়। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার।
১১ মিনিট পর এমবাপের পাস ডি-বক্সে পেয়ে ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবি কাছ থেকে বল জালে পাঠায়।
১১৯তম মিনিটের গোলেও বড় অবদান রাখেন এমবাপে। ডিফেন্ডারদের পেছনে ফেলে তার দারুণ পাস পেয়েই কাছ থেকে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন কাভানি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন