আগামী ১২ ও ১৩ মার্চ ‘ইন্ট্রা ইউনিভার্সিটি ছবি প্রদর্শনী ও প্রতিযোগিতা এবং কর্মশালার’ আয়োজন করেছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ‘মিডিয়া ক্লাব’। অনুষ্ঠানটির সহযোগিতায় থাকছে ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি’ (এমআইইপিএস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি হাফিজুল ইসলাম মিয়া। এ ছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন ফটোগ্রাফি বিষয়ক প্রশিক্ষণ, তথ্য ও প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রিজম’-এর পরিচালক ও আন্তর্জাতিভাবে খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার রফিকুল ইসলাম এবং চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র ক্যামেরা পারসন ফটোগ্রাফার আজিম খান রনি।
ছবি প্রদর্শনী ও প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও রেজিস্টার্ড শিক্ষার্থীরাই কেবল অংশ্রগ্রহণ করতে পারবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন