মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় স্থানীয় সম্প্রসারণ প্রতিনিধিদের চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধা জেলা লিভ ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা লিভ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, উপদেষ্টা আব্দুর রহমান, ফরিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৫ সালের অক্টোবর মাসে জেলার ৭৪টি ইউনিয়নে মৎস্য অধিদপ্তর কর্তৃক উপজেলা মৎস্য চাষ ব্যবস্থাপনা কমিটি লিফকর্মী নিয়োগ করেন। সামান্য ২ হাজার টাকা পারিশ্রমিকে তারা চাকরি করে আসছে। দিন দিন দ্রব্যমূল্যের বাজার উর্দ্ধগতি হওয়ায় এই বেতন দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই বক্তারা তাদের চাকরি স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী ও মৎস্য মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জোর দাবি জানান। তারা আরও বলেন, তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে পৃথিবীর ৪র্থ স্থানে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন