রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আয়াক্সের সঙ্গী টটেনহাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৭:৩০ পিএম

সান্তিয়াগো বার্নাব্যুতে আয়াক্সের ইতিহাস রচনার দিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তাদের সঙ্গী হয়েছে প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পার। বরুশিয়া ডর্টমুন্ডকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৪-০ গোলে এগিয়ে ২০১১ সালের পর প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠলো টটেনহাম।
ঘরের মাঠে ৩-০ গোলে এগিয়ে থাকায় এদিন ডর্টমুন্ডের বিভিবি স্টেডিওনে নির্ভার হয়েই মাঠে নামে মাউরিসিও পচেত্তিনোর দল। বল দখল এমনকি অঅক্রমণে পিছিয়ে থেকেও হ্যারি কেইনের এক পেনাল্টি গোলে জয় নিয়েই ফেরে স্পার্সরা। অন্যদিকে ৪-০ গোলে জয়ের অসম্ভবপ্রায় লক্ষ্য নিয়ে মাঠে নামা স্বাগতিকরা কেবল আক্রমণই করে গেল, প্রতিপক্ষের জাল আবিষ্কার করতে পারল না। এজন্য হুগো লরিসকে ধন্যবাদ দিতেই হয়। সাত সাতবার প্রতিপক্ষকে গোলবঞ্চিত করেছেন টটেনহামের বিশ্বকাপজয়ী ফরাসি গোলরক্ষক। ম্যাচ শেষে তাই দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ ২৪ গোল করা কেইন নয়, লরিসের প্রশংসাই ঝরলো কোচের কন্ঠে, ‘হুগো ছিল অসাধারণ।’
বরুশিয়া ডর্টমুন্ড ০ : ১ টটেনহাম
দুই লেগ মিলে
০ : ৪

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন