রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হামেলস-বোয়াটেং-মুলারের জার্মান অধ্যায় শেষ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৮:২৯ পিএম

কোন লুকোচুরি না করে একেবারে সোজাসুজি ভাষায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন জার্মান জাতীয় ফুটবল দলের কোচ জোয়াকিম লো, জেরমে বোয়াটেং, ম্যাটস হামেলস ও থমাস মুলার তার ভবিষ্যত পরিকল্পনায় নেই।
তিনজনের মধ্যে হামেলস ও বোয়াটেংয়ের বয়স ৩০ ও মুলারের ২৯। তিনজন মিলে জার্মানীর হয়ে সর্বমোট ২৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জয়ে তিনজনই লো’র দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ঠিকই, কিন্তু রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার কারণেই এই তারকাদের ওপর থেকে কোচের বিশ্বাস অনেকটাই উঠে গেছে।
দুই সপ্তাহের মধ্যে সার্বিয়ার বিপক্ষে উল্ফসবার্গে একটি প্রীতি ম্যাচ ও নেদারল্যান্ডের বিপক্ষে আমাস্টার্ডামে ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচ খেলবে জার্মানী। এই দুটি ম্যাচকে সামনে রেখে জাতীয় দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে বায়ার্ন মিউনিখের তিন তারকার কথা সাফ জানিয়ে দেন লো, ‘২০১৯ সালটা জার্মান জাতীয় ফুটবলের জন্য নতুনভাবে ফিরে আসার বছর। ব্যক্তিগতভাবে আমি মনে করি নিজের পরিকল্পনা ব্যাখ্যা দেয়াটা জরুরী। এ সম্পর্কে বায়ার্নের ম্যানেজার ও খেলোয়াড়দের সাথে আমি নিজে কথা বলবো।’
তিনি বলেন, ‘অসাধারণ যে বছরগুলো আমরা কাটিয়েছি ও যেসব সাফল্য পেয়েছিল তার জন্য আমি মাটস, জেরোমে ও টমাসকে ধন্যবাদ জানাই। তারা বড় মাপের খেলোয়াড় যারা গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় দলে অবদান রেখেছে।’
এই তিনজন ছাড়াও লো’র বিবেচনায় আসতে হলে আরো বেশ কিছু বড় তারকাদের বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। জার্মান অধিনায়ক ম্যানুয়েল নয়্যারকে (৩২) বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের (২৬) সাথে লড়াই করেই মূল দলে আসতে হবে। এ সম্পর্কে লো’র ইঙ্গিত, ‘গত বছর আমি বলেছিলাম এই মুহূর্তে নয়্যারই আমাদের নাম্বার ওয়ান। কিন্তু এবার আমরা নতুনভাবে শুরু করতে চাচ্ছি। সে কারনেই এখানে মার্কেরও সুযোগ আছে।’
এদিকে এই খবরে হতাশ বোয়াটেং ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এই খবর শুনে আমি দারুন হতাশ হয়েছি। কারন আমি সব সময়ই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করাকে প্রাধান্য দিয়েছি। তবে কোচের এই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। এক সময় আমি বয়সে তরুন ছিলাম। তখন আমার কাছে সবসময়ই মনে হতো সিনিয়ররা আমাদের জন্য জায়গা করে দিলেই আমরা সুযোগ পাব। তারপরও আশা করছি আমাদের বিদায়টা একটু ভিন্নভাবে হবে।’
২০ বছর বয়সে ২০১০ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েই নিজেকে প্রমান করেন মুলার। জাতীয় দলের হয়ে ১০০ ম্যাচে করেছেন ৩৮ গোল। অন্যদিকে জার্মানীর সেন্টার-ব্যাক পজিশনে অনবদ্য জুটি হিসেবে নিজেদের প্রমান করেছেন হামেলস ও বোয়াটেং। এই দুজন মিলে জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন যথাক্রমে ৭০ ও ৭৬টি ম্যাচ। ইতোমধ্যেই লো সেন্টার-ব্যাক পজিশনে হামেলস ও বোয়াটেংয়ের স্থানে বায়ার্নের নিকলাস সুয়েলে (২৩), চেলসির এন্টোনিও রুয়েডিগার (২৬) ও পিএসজি’র থিলো কেহরারকে (২২) বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন