মাগুরার মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নের গঙ্গানন্দপুর বাজারে রোববার রাতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষে ২০ জন আহত ও আওয়ামী লীগের দুটি অফিসসহ ১৮টি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও রাজাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল হালিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিলো। রোববার রাত ৮টার দিকে গঙ্গানন্দপুর বাজারে চায়ের দোকানে কাসেম সমর্থক বাকির সঙ্গে হালিম মোল্লার সমর্থক শফিকের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন