শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ৪:৫৫ পিএম

“প্রাণ ঝংকারে ছিন্ন হোক, অপসংস্কৃতির কাঁটাতার” এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘১৪তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯’। বিশ্ববিদ্যালয়টির ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এর আয়োজনে দুই দিনব্যাপী এই প্রতিযোগীতায় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় অংশ নিবে। বৃহস্পতিবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজনের আহবায়ক ও সংগঠনটির সহ-সভাপতি মারুফ মোজাম্মেল ।
এই সময় লিখিত বক্তব্যে বলা হয়, ২৬ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদে আয়োজনের উদ্বোধন করবেন জেইউডিও এর মডারেটর অধ্যাপক আতিকুর রহমান। উদ্বোধনী দিনে দেশের নানা প্রান্তের প্রায় ৩০ টি বিশ্ববিদ্যালয় দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
পরদিন বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হবে ও বিজয়ীদের পুরুস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামবে দেশের বৃহত্তর এই বিতর্কযজ্ঞের। বিতর্ক প্রতিযোগিতাটিতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন