প্র: বস্ত্রহীন ব্যক্তি কিভাবে নামায আদায় করবে?
উ : দিনের বেলা বসে নামায পড়বে এবং ইশারায় রুকু, সিজদাহ আদায় করবে। আর রাতের বেলা অন্ধকারে দাঁড়িয়ে পড়তে হবে।
প্র: যেখানে কিবলা জানার কোন আলামত নেই সেখানে কি করতে হবে?
উ : গভীরভাবে চিন্তা করে যেদিকে মন সায় দিকে, সেদিকে ফিরে নামায আদায় করে ফেলতে হবে।
প্র: যদি চার দিকেই কিবলা হতে পারে বলে কারো মন সাক্ষ্য দেয়, সে কি করবে?
উ : সব দিকে ফিরেই একবার একবার নামায আদায় করবে।
প্র: এক ব্যক্তি রেল, স্টিমার বা লঞ্চে কিবলামুখী হয়ে নামায শুরু করলো, এরপর নামাযের মধ্যেই রেল, স্টিমার বা লঞ্চটির গতি কিবলার দিক হতে অন্য কোন দিকে ফিরে গেলো, এক্ষেত্রে নামাযরত ব্যক্তি কি করবে?
উ : এই নামাযী ব্যক্তি নামাযের ভিতরেই ধীরে ধীরে কিবলার দিকে ফিরে দাঁড়াবে।
কিবলার যাবতীয় আহকাম, নামাযে জানাযাহ এবং সিজদায়ে তেলাওয়াতের ক্ষেত্রেও প্রযোজ্য।
প্র: গভীর চিন্তা-ভাবনার পর একদিকে ফিরে নামায আদায় করার পর কেউ যদি সঠিক কিবলা জানতে পারে, সে কি করবে?
উ : তার নামায আদায় হয়ে যাবে। পুনরায় ওই নামায পড়ার দরকার নেই।
প্র: এক ব্যক্তি রেল, স্টিমার বা লঞ্চে কিবলামুখী হয়ে নামায শুরু করলো, এরপর নামাযের মধ্যেই রেল, স্টিমার বা লঞ্চটির গতি কিবলার দিক হতে অন্য কোন দিকে ফিরে গেলো, এক্ষেত্রে নামাযরত ব্যক্তি কি করবে?
উ : এই নামাযী ব্যক্তি নামাযের ভিতরেই ধীরে ধীরে কিবলার দিকে ফিরে দাঁড়াবে।
কিবলার যাবতীয় আহকাম, নামাযে জানাযাহ এবং সিজদায়ে তেলাওয়াতের ক্ষেত্রেও প্রযোজ্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন