পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউরবাড়ি ইউনিয়নে গত মঙ্গলবার যৌতুকের দাবিতে রহিমা বেগম নামে এক গৃহ বধু ও তার ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী নূরু মোল্লা। স্বামীর বড়ভাই নেয়ামত মোল্লা স্বশুর জাহাঙ্গীর মোল্লা ও স্বাশুরী রেশিয়া বেগমের বিরুদ্ধে নাজিরপুর থানায় অভিযোগ করেছে। অভিযোগে জানা যায় উপজেলার দেউলবাড়ি গ্রামের সুলতান হাওলাদারের মেয়ে রহিমা বেগমের সংগে ২ বছর আগে এই গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে নূরু মোল্লার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রহিমাকে তার স্বামী স্বশুর, স্বাশুরী প্রায় তিন লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেয়। গৃহবধুর বাবা তাদের ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ২ টি গাভী দেন। এর পরেও যৌতুকের দাবীতে ওই গৃহবধুকে নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। গত মঙ্গলবার সকালে রহিমার স্বামী, ভাসুর, স্বশুর, স্বাশুরী তার বাবার বাড়িতে এসে এর যৌতুকের টাকা চায়। রহিমার বাবা টাকা দিতে অস্বীকার করলে রহিমাকে বেদম মার ধর করে। রহিমাকে মার-ধর করার সময় তার ভাই রাজীব রক্ষা করতে গেলে তাকেও তারা মার-ধর করে। স্থানীয়রা তাদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নাজিরপুর থানার ওসি মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান নাজিরপুর থানায় অভিযোগ হয়েছে ঘটনা তদন্ত করে অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন