শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাবি শিক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগ

রাবি সংবাদাদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৫:৫৮ পিএম

সংবর্ধনা দেওয়ার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের একাধিক শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য নিয়ে প্রসপেক্টাস তৈরির অভিযোগ উঠেছে ইউসিসি কোচিং সেন্টার রাজশাহী শাখার বিরুদ্ধে। অথচ তারা ওই কোচিংয়ে পড়ালেখাই করেননি। বৃহস্পতিবার সকালে এ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা ঢালী। তিনি জানান, ২০১৯ সালের ইউসিসি কোচিংয়ের রাজশাহী শাখা সংবর্ধনা দেওয়ার নামে বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের থেকে ছবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, রেজিস্ট্রশন, জিপিএ, ভর্তি পরীক্ষার সংক্রান্ত বিষয় নিয়ে ফরম পূরণ করিয়ে নেয়। ফলে ওই তথ্য তাদের কোচিংয়ের প্রসপেক্টাসে পরিচয় দিয়েছে। কিন্তু কেউই ওই ভর্তি কোচিংয়ে কোচিং করেনি। যা তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যাচার ও প্রতারণা। এসময় কর্তৃপক্ষের এহেন প্রতারণামূলক কর্মকা-ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। প্রতারণা শিকার হয়েছেন তার মধ্যে কয়েকজন হলো, রাবির আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী লামিয়া তাসনিম তিতলী, সানজিদা ঢালী, রেহনুসা রাবাব এষা, মারুফ মোর্শেদ, তাবাসুম তন্বী, আছিয়া খাতুন, হুমায়ুন কবীর, সাজেদুল হক, খালিদ সাইফুল্লাহ, হোমায়রা জান্নাত স্মরণী, তাফসির জান্নাত, আফসারা তাসনিম অন্বেষা, আলপনা খাতুন, জাকারিয়া হোসেন সোহাগ, অনামিক রাণী ঘোষ, শামীম রেজা ইবতি, আরিফুল ইসলাম আরিফ, হাজেরা খাতুন, শাহানাজ পারভীন, তানজিদুল হক, বায়োকেমিস্ট্রি ও মলুকুলার বায়োলজি বিভাগের জিন্নাত আরা মনি প্রমুখ। এসময় সংবাদ সম্মেলনে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী লামিয়া তাসনিম তিতলী, সানজিদা ঢালী, রেহনুসা রাবাব এষা, তাবাসুম তন্বী, আছিয়া খাতুন, খালিদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন। এবিষয়ে ইউসিসি কোচিং সেন্টার রাজশাহী শাখার সকল যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন