শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রোজা নিয়ে মাহবুবুল এ খালিদের গানের ভিডিও

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১০ মে, ২০১৯, ১২:০৬ এএম

রোজা নিয়ে গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘রমজান (ওরে ভাই মুসলমান)’ শিরোনামের ওই গানটি বিশ্ব মুসলিমের প্রতি ছড়িয়ে দিচ্ছে আত্মশুদ্ধি ও সংযম সাধনার বার্তা। আহ্বান জানাচ্ছে পবিত্র সিয়াম সাধনার। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। সমবেত কণ্ঠের গানটি গেয়েছেন তরুণ শিল্পী কোনাল, মুহিন, আজিজ ও রন্টি। রমজান উপলক্ষ্যে গানটির একটি নতুন মিউজিক ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে। এ ছাড়াও, গানটির অডিও মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’-এ প্রকাশিত হয়েছে। গানটি সম্পর্কে মাহবুবুল এ খালিদ বলেন, ধর্মপ্রাণ মুসলমানগণ মাহে রমজানে রোজা রাখার মাধ্যমে সংযম সাধনায় কাটান। কিন্তু রমজান শুধু আহার বর্জন করা নয়। পঞ্চ ইন্দ্রিয়ের সংযমী ব্যবহারের মাধ্যমে যথাযথভাবে সিয়াম সাধনার মাস। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখে, আল্লাহতায়ালা তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। এ মাসে যিনি উদার হস্তে গরীবদের দান করেন, আল্লাহ তাকে অফুরন্ত নিয়ামত প্রদান করেন। ‘রমজান (ওরে ভাই মুসলমান)’ গানটির মাধ্যমে এই বার্তা দেয়া হয়েছে। আশা করি, গানটির মাধ্যমে সবাই রমজানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন