শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বিমানে যুক্ত হলো আরও একটি বোয়িং

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৯, ১০:৩৫ এএম | আপডেট : ৪:৫১ পিএম, ১৬ মে, ২০১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হয়েছে পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০। এর ফলে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৪। কুয়েতের উড়োজাহাজ লিজদাতা প্রতিষ্ঠান আলাফকো হতে সংগৃহীত বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি আজ ভোররাত ৩টা ২৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, বিমানের বহরে এখন রয়েছে চারটি নিজস্ব ক্রয়কৃত নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নিজস্ব ক্রয়কৃত নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, দুটি নিজস্ব ক্রয়কৃত নতুন বোয়িং ৭৩৭-৮০০, লিজে সংগৃহীত তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ।
শাকিল মেরাজ বলেন, জুনে বিমানের বহরে যুক্ত হবে ষষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ উড়োাজাহাজ। এ ছাড়া আগামী জুলাই ও সেপ্টেম্বর মাসে বিমানবহরে সংযোজিত হবে নিজস্ব ক্রয়কৃত সর্বশেষ দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।
বিমান তার রুট ও নেটওয়ার্ক স¤প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই কর্মকর্তা বলেন, একের পর এক উড়োজাহাজ সংযোজনের মধ্য দিয়ে বহর শক্তিশালী করছে বিমান। এরই অংশ হিসেবে বিমান চালু করেছে ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট।

‘আর জুলাই থেকে চালু হতে যাচ্ছে বিমানের চীনের গুয়াংজু ফ্লাইট। জেদ্দা, দাম্মাম ও রিয়াদের পাশাপাশি সৌদি আরবে বিমানের চতুর্থ গন্তব্য মদিনায় আগামী অক্টোবর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।’

তিনি আরও জানান, যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় জুলাই থেকে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।’

উলে­খ্য, বিমান এখন ১৬টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সবকটি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। গত অর্থবছরে বিমান রেকর্ড সংখ্যক ২৬ লাখ যাত্রী পরিবহন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nazrul ১৬ মে, ২০১৯, ৩:৩২ পিএম says : 0
Very good posses
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন