শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ব্যাংক খাতের শেয়ারের দাম বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও ব্যাংক খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এতে ব্যাংক খাতের কোম্পানিগুলোর ওপর ভর করে বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম। অপরদিকে ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে আটটির আর দুটি ব্যাংকের শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে।
বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বাড়ায় দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে কমেছে অপর দুটি সূচক। এরমধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৮২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৯১ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৪৮ লাখ টাকার। সে হিসাবে লেনদেন বেড়েছে ৯ কোটি ৪৩ লাখ টাকা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৮১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৭ কোটি ছয় লাখ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন