বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আফগান-পাকিস্তান ম্যাচে সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ৯:৫৬ পিএম

হেডিংলিতে আজ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামের বাইরে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সুষ্ঠ তদন্ত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে স্টেডিয়ামের গেটে দুই দলের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হতে দেখা যায়। একটি গ্রুপকে প্রধান সড়কের সঙ্গে থাকা স্টেডিয়ামের প্রধান ফটক ভাঙার চেষ্টা করতে দেখা গেছে। এছাড়া মাঠের চারপাশের বেড়া লাফিয়ে পার হতেও দেখা যায় কিছু সমর্থকদের।
এই ঘটনায় আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, ‘সংখ্যালঘু কিছু সমর্থকদের ধস্তধস্তি করতে দেখা গেছে।’ একটি ভিডিওতে গেটের মুখে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক আফগান দর্শককে ধস্তাধস্তি করতে দেখা যায়। আইসিসির সেই মুখপাত্র জানান, ‘আমরা মাঠের নিরাপত্তাকর্মী ও স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছি যেন এমন ঘটনা আর না ঘটে।’ সমর্থকদের হুশিয়ারি করে তিনি বলেন, ‘এই ধরনের আচরণ আমরা ক্ষমা করব না। সমাজ-বিরোধী যে কোনো কাজ সংখালঘু সমর্থকদের উপভোগে বিঘœ ঘটালে আমরা যথাযত ব্যবস্থা নেব।’
ওয়েস্ট ইয়োর্কশয়ার পুলিশ জানায়, কিছু মানুষ ভেতরে ঢোকার জন্য মাঠের বাইরে বিশৃংখলা করছে বলে আমাদের কাছে অভিয়োগ এসেছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘কর্মকর্তারা কোনো সমস্যা ছাড়াই দলকে ছত্রভঙ্গ করে সেখানে উপস্থিত ছিলেন এবং এলাকাটিতে সশস্ত্র বাহিনী রাখা রয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন