বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ওসমানীনগরের ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১:৩৪ পিএম

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মোবাইল নম্বর (০১৭৩০৩৩১০২৯) ক্লোন করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। শনিবার রাত (২৯জুন) ৮টার পর থেকে প্রতারকরা নম্বরটি ক্লোন করে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে ফোন করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রাপ্তির জন্য একটি বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। অবশ্য এই প্রতারণার ফাঁদে কেউ সাড়া দেয়নি বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান তার সরকারি মোবাইল নম্বারটি ক্লোন হওয়ার কথা স্বীকার করে বলেন, ফোন করে টাকা পয়সা চাইলে কেউ তাতে সাড়া না দেয়ার জন্য অনুরোধ জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন