শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে

চি ঠি প ত্র

মোহাম্মদ ইয়ামিন খান | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

উগ্র হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে ভারতে পরপর দুইবার ক্ষমতায় এসেছে বিজেপি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির হিন্দুত্ববাদী সেই অপরাজনীতির শিকার হচ্ছে মুসলিমরা। বিজেপির ধর্মের নামে চলা অপরাজনীতির কারণে মুসলিমরা তাদের সকল ধর্মীয় আনুষ্ঠানিকতা থেকে বঞ্চিত হচ্ছে। সেখানে গরু জবাই, মসজিদে আজান দেয়া আর গত রমজান মাসে সিয়াম পালনের সময়ে তারাবী নামাজ পড়তেও পারেনি মুসলমানরা । এদিকে বিজেপি, শিবসেনাসহ উগ্র সা¤প্রদায়িক দলগুলো ভারতকে হিন্দু ভারতে পরিণত করতে মরিয়া। তারা সেখানকার সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সা¤প্রদায়িক উস্কানি দিয়ে মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন করছে। গরু জবাই করলে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। স¤প্রতি ভারতের ঝাড়খন্ডের খারসাওয়ান এলাকায় মোটরসাইকেল চোর সন্দেহে তাবরেজ আনসারী নামে ২৪ বছর বয়সী এক মুসলিম যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে বিজেপির সন্ত্রাসীরা। তাকে ১৮ ঘণ্টা বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে পিটানো হয় এবং জোড়পূর্বক ‘জয় শ্রীরাম, জয় হনুমান’ বলানো হয়। তার গণপিটুনির ছবিটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার উপর যে সা¤প্রদায়িক উস্কানি দিয়ে মারধর করা হয়েছে তা তাবরেজের পরিবার দাবি করেছে। এই যে নিষ্ঠুরভাবে ধর্মকে ব্যবহার করে বর্বরতা চালানো হচ্ছে এর শেষ কোথায়? শুধু ভারত নয়, সারা পৃথিবীতে মুসলিমরা অন্য জাতির দ্বারা অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত হচ্ছে। সা¤্রাজ্যবাদী অস্ত্রব্যবসায়ী পরাশক্তিধর দেশগুলো জঙ্গিবাদের অজুহাত তুলে একে একে সিরিয়া, ইরাক, লিবিয়া, আফগানিস্তানসহ মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে আজ সাড়ে ছয় কোটি উদ্ভাস্তু মুসলমান। না খেয়ে মরছে, ইউরোপ-আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে। সারা পৃথিবীতে মুসলিম জাতির এই সঙ্কট থেকে পরিত্রাণের একটি উপায় হচ্ছে সকল বিভেদ আর অনৈক্য ভুলে আল্লাহর তওহীদ তথা সত্য ও ন্যায়ের উপর ঐক্যবদ্ধ হয়ে মুমিন জাতি হওয়া। কারণ আল্লাহ মুমিনের অভিভাবক (সুরা বাকারা: ২৫৬), মুমিনকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব (সুরা রূম: ৪৭), এমনকি আল্লাহ মুমিনদের বিজয়ী হওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন (সুরা ইমরান: ১৩৯)। তাই আসুন, সকল অনৈক্য আর বিভেদ ভুলে আমরা এক আল্লাহ , এক রাসুল, এক কিতাব কোরআনের অনুসারী মুমিন জাতি হই। আমাদের সকলকে একটি বিষয় মনে রাখা প্রয়োজন আমরা মুসলমান; আমেরিকা, রাশিয়া, ভারত, ব্রিটেন, সউদী আরব আর ইরান কেউই আমাদের বন্ধু নয় আমাদের বন্ধু, সাহায্যকারী, অভিভাবক একমাত্র আল্লাহ; আমরা যদি মুমিন হতে পারি আমাদের সাহায্য করবেন আল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে শুধু ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কেন পৃথিবীর কোনো শক্তি আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না।

শ্যামলী, ঢাকা ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন