বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দলের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ৯:০৮ পিএম

ঘরের মাঠে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পেয়ে দারুন উচ্ছ্বসিত স্বাগতিক ইংল্যান্ডের অধিনায়ক উইয়ন মরগ্যান। এক সময় ইংলিশদের শেষ চারে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও লিগের শেষ দুই হাই ভোল্টেজ ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে নিরাপদ অবস্থানে পৌঁছে সেমিফাইনাল নিশ্চিত করে বিশ্বকাপের আয়োজকরা। এমন পারফরম্যান্সের পর দলের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে বলে জানান মরগ্যান। এবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে হেরে সবাইকে হতাশ করে ইংল্যান্ড। এরপর শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে সেমিফাইনালে উঠা নিয়ে শঙ্কায় ছিল দলটি। তবে শেষ দুই ম্যাচে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর নিজেদের উচ্ছ্বাসের কথা জানান মরগ্যান।

তিনি বলেন,‘আমাদের শুরুটা ভালো ছিল। এরপর কিছুটা খারাপ হয়। এখন আবারো ভালো খেলছি। গ্রুপ ম্যাচগুলোতে আমরা মোটামুটি ধারাবাহিকতায় ছিলাম। তবে শেষ দু’টো ম্যাচ আমাদের জন্য সেরা ছিল। আমি মনে করি না যে আমরা কাউকে ভুল প্রমাণ করা বা কোনো পয়েন্ট ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা নিজেরা উপভোগ করছি। এটা বিশ্বকাপ এবং এখানে আমরা সেরাটা দেয়ার চেষ্টা করছি। নক আউটপর্বে ভালো করতে খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে।’

সেমিফাইনাল নিশ্চিত করা দলগুলোর মধ্যে সবার আগে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করেছে ইংল্যান্ড। নকআউট পর্বে মাঠে নামতে বেশ ক’দিন সময় পাচ্ছে তারা। তবে সেমির ম্যাচ খেলতে উদগ্রীব হয়ে রয়েছেন ইংলিশ অধিনায়ক। তার কথায়,‘ক্রিকেট মাঠের বাইরে থাকার অপেক্ষা সহ্য হচ্ছে না আমার। শেষ কয়েকটি সপ্তাহ বেশ চিন্তার মধ্যে ছিলাম আমরা। গ্রুপ পর্বে জয় ও পরাজয়ের মধ্য দিয়ে এসেছি। আমাদের বেশ ক’দিন ছুটি রয়েছে। পরের ম্যাচে ভালো করতে শেষ দুই ম্যাচ থেকে অনুপ্রেরণা পাবে খেলোয়াড়রা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন