রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোণার ঘাটের চন্দনা নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে আর সিসি পিলার করে পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃক পক্ষ।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে মো. রফিক শেখ পানি উন্নয়ন বোর্ডের ২৪ হাত বাই ১২ হাত জায়গা দখল করে আর সি সি পিলার করে পাকাস্থাপনা নির্মাণ করছে। এ বিষয়ে রফিক শেখ জানান, আমি পানি উন্নয়ন বোর্ডের নিকট হতে এই জমি লিজ নিয়ে দোকান ঘর করার জন্য পিলার করেছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এস ও মাহমুদুল হাসান বলেন পিলার উত্তোলনের খবর পেয়ে ঘটণাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন