শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ভারতের দম্ভ বিচূর্ণ

স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড

ইমামুল হাবীব বাপ্পি | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

বিশ্বকাপের ইতিহাসে অবিশ্বাস্য এক প্রত্যবর্তনের জন্ম দিতে যাচ্ছিল মাহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা জুটি। ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে ভারত দেখছিল নাটকীয় এক জয়ে ফাইনালে ওঠার স্বপ্ন। কিন্তু বিরাট কোহলির দলের সেই স্বপ্ন চূর্ণ করে টানা দ্বিতীয় বারের মত বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে বিজয়ী দল।

রিজার্ভ ডে’তে গড়ানো আসরের প্রথম সেমিফাইনালে গতকাল ভারতকে ১৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ২৪০ রানের লক্ষ্যে ৩ বল বাকি থাকতে ২২১ রানে গুটিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে একক আধিপত্যে সেরা দল হিসেবে তারা শেষ চারে পা রেখেছিল। কিন্তু ২০১১ সালে দেশের মাটিতে শিরোপা জয়ের পর টানা দ্বিতীয়বার সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হলো টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলটিকে।

ম্যানচেস্টারের মেঘাচ্ছন্ন আকাশের নীচে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডের মন্থর উইকেট, কিউই বোলারদের জন্য এক আদর্শ পরিবেশ যাকে বলে। এর পূর্ণ সুবিধা নিয়ে বল হাতে আগুন ঝরালেন ম্যাট হেনরি-ট্রেন্ট বোল্টরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভেঙে পড়ে ভারতের শক্তিশালী টপ অর্ডার। দলীয় ৫ রানে শীর্ষ তিন উইকেট হারানো ভারত ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে ম্যাচে থেকে ছিটকে পড়ে।

এরপরই ধোনি-জাদেজার অবিশ্বাস্য ১১৬ রানের জুটি ম্যাচ করে তোলে রোমাঞ্চকর। শেষ ৩ ওভারে দরকার ছিল ৩৭ রান। ধীরে চলা নীতিতে ক্রিজে থাকা ধোনি সঙ্গ দিচ্ছিলেন রূদ্রমূর্তিতে থাকা জাদেজাকে। বোল্টের করা ওভারের পঞ্চম লেন্থ বল টাইমিং গড়বড়ে লং অফে ক্যাচ তুলে দেন জাদেজা। সেটাকে তালুবন্দি করতে ভুল করেননি দলপতি উইলিয়ামসন। এরপরও ভারতের আশা টিকে ছিল ক্রিজে ধোনি ধাকায়। ১২ বলে ৩১ রানের হিসাবের সামনে দাঁড়িয়ে লুকি ফার্গুসনের প্রথম বলেই ছক্কা হাঁকান অভিজ্ঞ এই মিডল অর্ডার। এক বল বাদে দ্রুত দুই রান নিতে গিয়ে মার্টিন গাপটিলের দুর্দান্ত থ্রো ধোনির উইকেট ভেঙে দিলে ভারতের আশার সলতে নিভে যায়।

মাত্র ৫ রানে দলের শীর্ষ তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় ভারত। ১০ ওভারের প্রথম পাওয়ার প্লের মধ্যে দিনেশ কার্তিকও ফিরে গেলে স্কোরবোর্ড দাঁড়ায় ৪ উইকেটে ২৪। ঋষব পন্ত আর হার্দিক পান্ডিয়ার প্রচেষ্টা থেমে যায় ব্যক্তিগত ৩২ রানে। এরপরই শুরু হয় ধোনি-জাদেজার লড়াই। আটে নেমে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলে আউট হওয়ার আগে জাদেজা করেন ৫৯ বলে চারটি করে ছক্কা-চারে ৭৭ রান। ধোনির ব্যাট থেকে আসে ৭২ বলে ৫০। এটিই হয়ত ভারতীয় সাবেক অধিনায়কের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

কিউইদের হয়ে শুরুটা করেছিলেন ম্যাট হেনরি, রোহিতকে উইকেটে পিছনে ক্যাচ বানিয়ে। পরের ওভারে বোল্টের বলে লেগ বিফোর হয়ে যান দলের আরেক আস্থান নাম কোহলি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভারত অধিনায়ক। পরের ওভারে আবারও হেনরির আঘাত। এবার উইকেটের পিছনে ক্যাচ রাহুলকে ক্যাচ বানান। দশম ওভারে কার্তিককেও ফেরান হেনরি। ম্যাচ থেকে তখনই মূলত ছিটকে যায় ভারত। চাপ থেকে বেরুনোর পথ রচনা করতে গিয়ে শট খেলে মিচেল স্যান্টনারের বলে আউট হন পন্ত (৩২) ও পান্ডিয়া (৩২)।

এর আগে সকালটা শুরু করেছিলেন রস টেইলর ও টম লাথাম। আগের দিন বৃষ্টির কারণে যখন খেলা বন্ধ হয়ে যায় তখন তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২১১। বাকি ৩.৫ ওভারে এদিন তারা তিন উইকেট হারিয়ে যোগ করে ২৮ রান। জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বরের করা সেই প্রায় চার ওভার থেকে বাউন্ডারি এসেছে মাত্র একটি।

আগের দিনও এই জুটি ভুগিয়েছিল কিউই ব্যাটসম্যানদের। শান্ত মেজাজে পরিস্তিতি সামাল দিয়ে দলকে একটা পর্যায়ে নিয়ে যান দুই আস্থাশীল ব্যাটসম্যান টেইলর ও উইলিয়ামসন। আগের দিনই ৬৭ রান করে থামেন উইলিয়ামসন। ৬৭ রানে রিজার্ভ ডে শুরু করা টেইলর থামেন ব্যক্তিগত ৭৪ রানে। ততক্ষণে লড়াইয়ের মত যথেষ্ট পুঁজি জমে গেছে স্কোরবোর্ডে। বাকিটা তো কিউই বোলারদের রূপকথার গল্প।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (18)
kkio ১১ জুলাই, ২০১৯, ১২:৪৩ এএম says : 0
India brought shame to international cricket by loosing willingly against England and attacking Pakistani fans by paid Afghanis leading one Pakistanis death.
Total Reply(0)
Al Mahjab ১১ জুলাই, ২০১৯, ১:০৯ এএম says : 0
Congratulations to New Zealand. You guys deserve this win.
Total Reply(0)
Hakim Bhuiyan ১১ জুলাই, ২০১৯, ১:০৯ এএম says : 0
আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত আজ
Total Reply(0)
Md Jasseem ১১ জুলাই, ২০১৯, ১:১০ এএম says : 0
Congratulations Allah alone is the owner of grace. And the reason for winning the match is because New Zealand's government is doing a good job.
Total Reply(0)
Nur Mohamad ১১ জুলাই, ২০১৯, ১:১০ এএম says : 0
এসেছে খুশির বার্তা নিয়ে ঈদ...ঈদ মোবারক ঈদ!! সবাইকে কুরবানী ঈদের অগ্রীম শুভেচ্চা।
Total Reply(0)
Ajija Irin ১১ জুলাই, ২০১৯, ১:১০ এএম says : 0
HURRAH, I am very much pleased for New Zealand.
Total Reply(0)
Mahfuj Rahman ১১ জুলাই, ২০১৯, ১:১১ এএম says : 0
অভিনন্দন ইন্ডিয়া ক্রিকেট টিমকে।এমন দুর্দান্ত এক বিনোদনমূলক পরাজয় উপহার দেওয়ার জন্য।আমরা সত্যিই অনেক আনন্দিত।অবশেষে এক বালতি সমবেদনা তাদের জন্য,যারা বলেছিল ইন্ডিয়া জিতবে।
Total Reply(0)
Souvik Dutta ১১ জুলাই, ২০১৯, ১:১১ এএম says : 1
Yes, we have lost. But cricket win. What a comeback. Wonderful game of cricket. I still believe you are the best fighter. Dhoni kudos to you.
Total Reply(0)
Hafizur Rahman Shuvo ১১ জুলাই, ২০১৯, ১:১১ এএম says : 0
Congratulation, New Zealand team for your magical victory against India. Now you are going to Final. And I wish to all of you good luck in Finals.
Total Reply(0)
Runet Barua ১১ জুলাই, ২০১৯, ১:১১ এএম says : 0
অহংকার পতনের মূল!!! প্রতিপক্ষকে সম্মান করাও খেলার অংশ যা ভারত কখনো দেয়নি!!! প্রতিপক্ষকে ছোট করে বিজ্ঞাপন বানানো, আর যাই হোক ক্রিকেটের অংশ হতে পারে না!!!
Total Reply(0)
Rasel Nobi ১১ জুলাই, ২০১৯, ১:১২ এএম says : 2
প্রতিবেশী বন্ধু হিসেবে ভারতকে সাপোর্ট করেছিলাম। হেরে যাওয়াতে খারাপ লাগছে। তবে এক ম্যাচ হারা মানেই সব শেষ না। ভারত এখনো আমার চোখে বিশ্বসেরা। আজকে জাস্ট একটা খারাপ দিন ছিল ওদের জন্য। নিউজিল্যান্ডকে শুভকামনা জানাই। আশা করি, আমার দ্বিতীয় প্রিয় দল ভারত এই ধাক্কাটুকু কাটিয়ে উঠবে!!
Total Reply(0)
MD Omar Farooq ১১ জুলাই, ২০১৯, ১:১২ এএম says : 1
এই বার ধোনি থেকে গরিব পর্যন্ত,, রায়না থেকে চায়না পর্যন্ত,, বিরাট থেকে ক্ষুদ্র পর্যন্ত,, যাদব থেকে বেয়াদব পর্যন্ত,, ধাওয়ান থেকে দারোয়ান পর্যন্ত,, শর্মা থেকে বার্মা পর্যন্ত,, কেউ বাঁচাতে পারলো না ভারতকে নিউজিল্যান্ডের হাত থেকে...রক্ষা করতে। অবশেষে যেমন কর্ম তেমন ফল " ঈদ মোবারক"
Total Reply(0)
Abu Saleh ১১ জুলাই, ২০১৯, ১:১৩ এএম says : 1
ভারতের প্রতি এদেশের মানুষের কতটা ঘৃণা সেটা ক্রিকেট খেলায় তারা পরাজিত হলে রাস্তাঘাট আর ফেইসবুকের দিকে তাকালে অনুমান করা যায়।
Total Reply(0)
Mostafizur Rahman Khan ১১ জুলাই, ২০১৯, ১:১৪ এএম says : 1
আজ বাংলাদেশ, পাকিস্তান আর নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার চাঁদ দেখা গিয়েছে, ঈদ মোবারক সবাইকে আসলে ভারত হারলে যতটা আনন্দ পাই। বাংলাদেশ বিস্ব কাপ পেলেও এতটা আনন্দ পেতাম না।
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ১১ জুলাই, ২০১৯, ১:১৭ এএম says : 0
ভারত যদি ইংল্যাণ্ডের সাথে সত্যিকারের ক্রিকেট খেলতেন নিউজিল্যান্ড এই জায়গার আসতেন না এশিয়ার টিম পাকিস্তান সেমিফাইনাল খেলতেন। ভারতীয় দলের অহংকার তাদের কে ডুবিয়েছে। রিরাট কোলির মাঠের আচরণ ভদ্রলোকের মধ্যেই পড়ে না। ক্রিকেট ভদ্রলোকের খেলা। সামী অসাধারন ভোলার হওয়া সত্বেও টিম ইন্ডিয়া থাকে বাদ দিলেন। আমরা বাংলাদেশী পাকিস্তান ভারতের গোষ্ঠী ধন্দের মাঝে নেই। একটি খুশির সংবাদ সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এই আসরে শ্রেষ্ঠ খেলোয়াড় পুরুষ্কার পাওয়ার আর কোন বাধা নাই। রোহিত শর্মার হিসাবের খাতা বন্ধ। আমরা এশিয়ার ক্রিকেট শক্তিশালী করার জন্য ভারত পাকিস্তান শৃলংখা বাংলাদেশের আফগান ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ভারতের কারণে অনেক কিছুই হয়না। ফুটবল ক্রিকেট সমস্ত খেলা রাজনীতির বাহিরে রাখা শতভাগ প্রয়োজন। খেলার জগত অত্যন্ত সুন্দর।
Total Reply(1)
khalil ahmed ১১ জুলাই, ২০১৯, ৯:৫১ এএম says : 4
excess very bed.congratulation team new Zealand.
ম নাছিরউদ্দীন শাহ ১১ জুলাই, ২০১৯, ১:১৮ এএম says : 0
ভারত যদি ইংল্যাণ্ডের সাথে সত্যিকারের ক্রিকেট খেলতেন নিউজিল্যান্ড এই জায়গার আসতেন না এশিয়ার টিম পাকিস্তান সেমিফাইনাল খেলতেন। ভারতীয় দলের অহংকার তাদের কে ডুবিয়েছে। রিরাট কোলির মাঠের আচরণ ভদ্রলোকের মধ্যেই পড়ে না। ক্রিকেট ভদ্রলোকের খেলা। সামী অসাধারন ভোলার হওয়া সত্বেও টিম ইন্ডিয়া থাকে বাদ দিলেন। আমরা বাংলাদেশী পাকিস্তান ভারতের গোষ্ঠী ধন্দের মাঝে নেই। একটি খুশির সংবাদ সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এই আসরে শ্রেষ্ঠ খেলোয়াড় পুরুষ্কার পাওয়ার আর কোন বাধা নাই। রোহিত শর্মার হিসাবের খাতা বন্ধ। আমরা এশিয়ার ক্রিকেট শক্তিশালী করার জন্য ভারত পাকিস্তান শৃলংখা বাংলাদেশের আফগান ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ভারতের কারণে অনেক কিছুই হয়না। ফুটবল ক্রিকেট সমস্ত খেলা রাজনীতির বাহিরে রাখা শতভাগ প্রয়োজন। খেলার জগত অত্যন্ত সুন্দর।
Total Reply(0)
J.I.HASAN ১১ জুলাই, ২০১৯, ১১:৫১ এএম says : 0
Cricket "Hitlar" indiar damvo bichurno,oonek ooooonek valo laktese ALHAMDULILLAH.
Total Reply(0)
Mohammad nazrul ১১ জুলাই, ২০১৯, ১:১২ পিএম says : 0
Congratulations newzealand
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন