পাবনায় মহাসড়কের বিভিন্ন স্থানে ফের অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। গতকাল সকালে পাবনা আব্দুল হামিদ সড়ক, অনন্ত মোড়, মহিষের ডিপো থেকে টার্মিনাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী, নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান, পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরন রায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে অবৈধ দখলে রাখা জায়গার উপর নির্মিত স্থাপনা গুড়িয়ে দিয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তার পাশে অবৈধ বাজার স্থাপনের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
পাবনা সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী এবং নির্বাহী প্রকৌশলী সমিরন রায় জানান, সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। অভিযানের পর আবার একই স্থানে স্থাপনা গড়ে উঠে এর উত্তরে সওজ’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জানান, আবার ভেঙে দেওয়া হবে। সরকারি জায়গা অবৈধ দখলে রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে ফের ক্রাশ উচ্ছেদ অভিযান চালানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন