রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এবার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ডেঙ্গু মন্তব্যে সমালোচনার ঝড়

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ৪:৩৬ পিএম

‘বাংলাদেশ এখন উন্নত দেশ হতে যাচ্ছে, তাই এখন দেশে ডেঙ্গু এসেছে’ এমন মন্তব্য করে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তার এই মন্তব্যে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। নানাজন করছেন নানা মন্তব্য।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘‘ডেঙ্গু এলিট শ্রেণির একটি মশা। এ মশা সিঙ্গাপুর,
ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নত দেশ হতে যাচ্ছে, তাই এখন দেশে ডেঙ্গু এসেছে। মানুষের যত
অর্থনৈতিক উন্নয়ন ঘটছে তত নানা রোগে আক্রান্ত হচ্ছে।"

মন্ত্রীর সমালোচনা করে জাবেদ করিম লিখেছেন, ‘‘এমন উন্নত দেশ আমরা চাই না, যখন গণতন্ত্র ছিলো তখন এডিস মশা
ছিলোনা, এখন গণতন্ত্র নাই তাই সবখানে এডিস মশা এসে ডেঙ্গু বিস্তার করছে৷তাই না?

বিএম সোহেলের প্রশ্ন, ‘‘এডিস মশা যদি এলিট শ্রেণীর মশা হয়ে থাকে তাহলে তো এলিট শ্রেণীর মানুষকে কামড় দিবে কিন্তু
সবাইকে কামড় দেয় কেন?’’

‘‘আমাদের দারিদ্র্যতা আমাদের ফিরিয়ে দিন। দেশের অর্থনীতির সূচক ঊর্ধ্বমুখী হওয়ার সাথে সাথে যদি রোগ ব্যাধি তথা
মানুষের অশান্তির সূচক ও ঊর্ধ্বগামী হয় তবে সে উন্নয়ন আমাদের প্রয়োজন নেই। আমাদের দারিদ্র্যতা আমাদের ফিরিয়ে দিন।
আমাদের একটু দয়া করুন। আমরা শান্তি চাই। আমরা আমাদের পরিশ্রমের পয়সা দিয়ে অশান্তি আমদানি করতে চাই না। আর
নিষ্ঠুর হবেন না। এবার থামুন’’ লিখেছেন হাফিজ বিন শামসি।

উপহাসের সাথে আসমত আলী লিখেছেন, ‘‘হাঁসবো না কাঁদবো এরাই আবার মন্ত্রীর দায়িত্বে। এটা একটা মন্তব্য হয় নাকি। মনে হয় প্রাইমারি স্কুলের ছাত্র।’’

‘‘ইনশাল্লাহ, এই উন্নত দেশর উন্নত শ্রেণীর লোকদেরকে যেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তৌফিক দান করে আল্লাহ! যাতে করে তাদের মর্যাদা আরও বৃদ্ধি পায়..’’ লিখেছেন মারুফ।

ফেসবুক ব্যবহারকারী নোমান এম হাসান লিখেছেন, ‘‘ডেঙ্গু কেন তুমি আরো আগে আসোনি? মন্ত্রীকে কামড়িয়ে উন্নত করে দাও।
ডেঙ্গুতে একবার আক্রান্ত হোন নতুবা আপনার পরিবারের সদস্যদের একজনের ডেঙ্গুতে আক্রান্ত হোক তারপর বুঝবেন কত ধানে কত চাল...।??

ক্ষোভের সাথে সাইমা সিদ্দীক লিখেছেন, ‘‘এডিস মশা উনাদেরকে দেখে না? উনারা তো সাধারণ মানুষের চাইতে অনেক অনেক বেশী উন্নত আর আভিজাত্য জীবন যাপন করেন।’’

‘‘ওনাকে মশা কামড়ায় না, রক্ত এতো দুষিত মশারও ঘৃণা হয় ওই রক্তে, তাই এই মহামারী নিয়েও তিনি জনগণের সঙ্গে মশকরা করছেন অবলীলায়’’ মন্তব্য মিজানুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন